শিক্ষকদের সমস্যার স্থায়ী সমাধানে সরকার কাজ করছেঃ সোনোয়াল

গুয়াহাটিঃ রাজ্যে শিক্ষকরা যে সব সমস্যায় ভুগছেন তার স্থায়ী সমাধানের কাজ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বলেন,এক শ্ৰেণির শিক্ষকদের সামনে যে সব সমস্যা রয়েছে সেগুলির আশু সমাধান অত্যন্ত জরুরি। বুধবার শ্ৰীমন্ত শঙ্করদেব ইণ্টারন্যাশনাল অডিটরিয়ামে শিক্ষা বিভাগের আয়োজিত রাজ্য পর্যায়ের শিক্ষক দিবসে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্ৰী। তিনি বলেন,‘রাজ্যে শিক্ষকদের সামনে যে সব সমস্যা রয়েছে তার সমাধানে আমাদের সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে’। একইসঙ্গে তিনি শিক্ষকদের ধৈর্য ধরে রাজ্যের বিকাশে অবদান অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট শিক্ষায় উন্নীত করার প্ৰয়াস জারি রেখেছে। রাজ্যের বিকাশে শিক্ষা ব্যবস্থার খোলনলচে পাল্টে দিতে সরকার চেষ্টা করছে-বলেন তিনি। রাজ্যে শিক্ষার মান উন্নত করতে শিক্ষকদেরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্ৰী।