উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যের ৯ জন শিক্ষক ২০১৭ সালের জন্য জাতীয় পুরস্কারের সম্মান পেলেন। মেঘালয় ছাড়া উত্তর পূর্বের বাকি রাজ্যগুলির ওই নজন শিক্ষককে মর্যাদাসম্পন্ন জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয়। বুধবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপরাষ্ট্ৰপতি এম ভেঙ্কাইয়া নাইডু কৃতী শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদিও জাতীয় শিক্ষক পুরস্কার বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করেছেন। পুরস্কার জয়ী শিক্ষকরা হলেন সুতপা সুর(ত্ৰিপুরা),শশাঙ্ক হাজরিকা(দরং অসম),নাগাল্যান্ডের গণিত ও বিজ্ঞান ইনস্ট্ৰাকটর মতিলাল কৈরালা,সিকিমের মমতা আওয়াস্তি এবং কর্মা চমু ভুটিয়া,লুটনি পার্ম অরুণাচল প্ৰদেশের পাশিঘাটের একটি স্কুলের প্ৰধান শিক্ষক,জি এস জাইথানলুয়াঙ্গা(মিজোরাম)এবং মণিপুরের খানগেমবাম ইন্দ্ৰকুমার। পুরস্কার হিসেবে প্ৰত্যেককে একটি শংসাপত্ৰ,একটি রুপোর সামগ্ৰী ও নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়।
Begin typing your search above and press return to search.