গুয়াহাটিঃ রাজ্যে গত দুই থেকে তিন দশকের মধ্যে স্কুলগুলিতে অনিয়মিতভাবে স্কুল শিক্ষক নিয়োগে জড়িত দুর্নীতিগ্ৰস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহণে সরকার তালিকা প্ৰস্তুত করছে। বিধানসভায় সোমবার শিক্ষা বিভাগের পরিপূরক অর্থমঞ্জুরিতে কর্তন প্ৰস্তাব এনে রাজ্যের শিক্ষামন্ত্ৰী সিদ্ধার্থ ভট্টাচার্য একথা উল্লেখ করেন।
এব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরে ভট্টাচার্য বলেন,২০-২৫ বছর আগে ঢালাও হারে অবৈধভাবে শিক্ষক নিয়োগ করার বিষয়টি সরকারের নজরে এসেছে। ওই সময়ে ৩০টি পদের বিপরীতে ৩০০ জন পর্যন্ত শিক্ষক নিয়োগ করা হয়েছে। ‘শিক্ষা বিভাগের দুর্নীতিগ্ৰস্ত আধিকারিকদের একটা তালিকা প্ৰস্তুত করার জন্য আমি নির্দেশ দিয়েছি। খুব শিগগিরই ওই সব দুর্নীতিগ্ৰস্ত আধিকারিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্ৰহণ করা হবে’-বলেন ভট্টাচার্য। তিনি বলেন,দুর্নীতিগ্ৰস্ত ওই সব অফিসারের অনেকেই এখন অবসর জীবন কাটাচ্ছেন। তবে কাউকেই রেয়াত করা হবে না,সাফ জানিয়ে দেন শিক্ষামন্ত্ৰী।
ভট্টাচার্য আরও বলেন,গৌহাটি হাইকোর্টে শিক্ষা বিভাগের বিরুদ্ধে সর্বোচ্চ সংখ্যক মামলা ঝুলছে। বিভাগীয় কাজকর্ম অবাধে চালানোর ক্ষেত্ৰে এটা একটা বড় বাধা বলে তিনি মনে করেন। শিক্ষামন্ত্ৰী এদিন কোনও ধরনা বা প্ৰতিবাদ আন্দোলনে সরকারি স্কুলের কচিকাঁচাদের না জড়াতে আন্দোলনকারী সংগঠনগুলির প্ৰতি কাতর আবেদন জানান। বলেন,এতে সরকারি স্কুলের ছাত্ৰছাত্ৰীদের ক্ষতি হচ্ছে। ছাত্ৰদের এই ক্ষতি কেউ পূরণ করতে এগিয়ে আসবে না।