Begin typing your search above and press return to search.

শিবসাগরে আরজিআইপিটি-র স্থায়ী ক্যাম্পাস এখনও দূরঅস্ত

শিবসাগরে আরজিআইপিটি-র স্থায়ী ক্যাম্পাস এখনও দূরঅস্ত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  20 Aug 2018 1:07 PM GMT

গুয়াহাটিঃ শিলান্যাসের পর দীর্ঘ সাত বছর পেরিয়ে যাওয়ার পরও রাজীব গান্ধী ইন্সটিটিউট অফ পেট্ৰোলিয়াম টেকনোলজির(আরজিআইপিটি)স্থায়ী ক্যাম্পাস আজ অবধি শিবসাগরের প্ৰস্তাবিত স্থানে গড়ে না ওঠার ঘটনা খুবই উদ্বেগের বিষয়। পেট্ৰোলিয়াম ও প্ৰাকৃতিক গ্যাস সম্পর্কিত সংসদের স্ট্যান্ডিং কমিটি ইস্যুটি বারকয়েক লোকসভায় উত্থাপন করে প্ৰক্ৰিয়াটি ক্ষিপ্ৰতর করতে ব্যবস্থা গ্ৰহণের আহ্বান জানিয়েছিল।

সিপিডব্লিউডি স্থায়ী চত্বরের মাত্ৰ একটা অংশ নির্মাণ করেছে। স্ট্যান্ডিং কমিটি তাদের সাম্প্ৰতিক রিপোর্টে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধিত ডিপিআর কার্যকরী করতে পেট্ৰোলিয়াম ও প্ৰাকৃতিক গ্যাস মন্ত্ৰককে সুপারিশ করেছে। আরজিআইপিটির স্থায়ী চত্বরে পূর্ণোদ্যমে শৈক্ষিক কার্যকলাপ যাতে শুরু করা যায় তার জন্য ঝুলে থাকা কাজ সারতে কমিটি প্ৰয়োজনীয় তহবিল বরাদ্দ করারও দাবি জানিয়েছে। সংশোধিত ডিপিআর-এ উল্লেখ করা হয়েছে প্ৰকল্প নির্মাণে খরচের পরিমাণ দাঁড়াবে ৮৮০.১০ কোটি টাকা।

প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিং ২০১১ সালের ১৯ ফেব্ৰুয়ারি রাজ্যের তদানীন্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈর উপস্থিতিতে শিবসাগরের ধাই আলি রোডের মটক গোঁহাই ক্ষেত্ৰে প্ৰকল্পটির শিলান্যাস করেছিলেন। শিলান্যাসের পর ২০১৭-১৮ সালের শিক্ষাবর্ষ থেকে প্ৰতিষ্ঠানের অস্থায়ী ক্ষেত্ৰে পেট্ৰোলিয়াম ইঞ্জিনিয়ারিং,কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পাইপলাইন ,ইঞ্জিনিয়ারিঙের ওপর ৩টি ডিপ্লোমা পাঠক্ৰম শুরু হয়েছে। পাঠক্ৰমে নাম লিখিয়েছেন মোট ১২০ জন ছাত্ৰ। বর্তমানে আরজিআইপিটি শিবসাগর কমার্স কলেজের অস্থায়ী চত্বরে তাদের কাজ চালাচ্ছে।

Next Story
সংবাদ শিরোনাম