শিবসাগরে গ্ৰেনেড বিস্ফোরণে নিহত ২,আহত মহিলা

শিবসাগরঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের কটা দিন আগেই বিস্ফোরণে কেঁপে উঠলো শিবসাগর জেলার ডিমৌ অঞ্চল। এই বিস্ফোরণে দুজন নিহত এবং একজন মহিলা আহত হয়েছেন। বিস্ফোরণের পিছনে আলফা(আই)র হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ সূত্ৰের মতে,বৃহস্পতিবার বিকেল ৫-৩০ নাগাদ ডিমৌ চারালির কমল আগরওয়ালার সাইকেলের দোকানের ভিতর গ্ৰেনেড বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে দোকানে থাকা একজন ক্ৰেতার ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আগরওয়ালাকে ডিব্ৰুগড় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বিস্ফোরণে আহত হন একজন মহিলাও। মৃত খদ্দেরকে এখনও শনাক্ত করা যায়নি।
সূত্ৰটি বলেছে,আলফার আলোচনা বিরোধী গোষ্ঠীর নামে টাকা দাবি সংক্ৰান্ত নোটিশ পাচ্ছিলেন কমল আগরওয়ালা। বিস্ফোরণের পরপরই জেলা প্ৰশাসন ও পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন।
এদিকে ঘটনা সম্পর্কে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ করে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল কঠোর ভাষায় এই কাজের নিন্দা করেছেন। দুষ্কৃতীদের পাকড়াও করতে অবিলম্বে ব্যবস্থা গ্ৰহণের জন্য ডিজিপিকে নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য,মুখ্যমন্ত্ৰী সোনোয়াল বর্তমানে দিল্লিতে। বিস্ফোরণে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্ৰতি সমবেদনা জানিয়েছেন সোনোয়াল।