শিবসাগরে ফের গণপিটুনিতে প্ৰাণ হারালেন এক ব্যক্তি

শিবসাগরে ফের গণপিটুনিতে প্ৰাণ হারালেন এক ব্যক্তি
Published on

জয়সাগরঃ শিবসাগর সদর থানার অধীন ফুকন নগরের দুর্গামন্দিরের কাছে শোলে গাঁওয়ে মঙ্গলবার রাতে দুর্যোধন নেওয়ার(৫৪)নামে এক শ্ৰমিককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। এটি মরেল পোলিশিঙের আরও একটি ঘটনা।

নেওয়ার গবাদি পশুর একজন চোরাচালানকারি বলে সন্দেহ করা হচ্ছে। রাতে গরু নিয়ে বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটে। সূত্ৰটি বলেছে,গরুটি তার পোষা ছিল। দিন কয়েক আগে গরুটি হারিয়ে যায়। অনেক খোজাখুঁজির পর নেওয়ার জানতে পারেন তার গরুটি দিখৌ নদীর কাছে চরে বেড়াচ্ছে।

এরপরই গরুটিকে ফিরিয়ে আনার সময়ই একাংশ লোক আইন হাতে নিয়ে তার ওপর বর্বর আক্ৰমণ চালায়। স্থানীয় মানুষ পরের দিন সকালে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনা সংক্ৰান্তে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com