শিবসাগরে বেতন বঞ্চিত শিক্ষকদের গণ আত্মাহুতির হুমকি,উত্তপ্ত পরিস্থিতি

শিবসাগরে বেতন বঞ্চিত শিক্ষকদের গণ আত্মাহুতির হুমকি,উত্তপ্ত পরিস্থিতি
Published on

শিবসাগরঃ গত কয়েক বছর ধরে বেতন না পাওয়ায় শিবসাগরের শিক্ষকরা পরিবার সহ বরপুখুরিতে ঝাঁপ দিতে আত্মাহুতি দেওয়ার হুমকি দেওয়ায় বৃহস্পতিবার শহরে উত্তেজনা দেখা দেয়। শতাধিক শিক্ষক বরপুখুরি অভিমুখী পথে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন।

শহরের প্ৰায় ১৫৩০ জন শিক্ষক বলেছেন,বরপুখুরিতে ঝাঁপ দিয়ে তারা জীবন শেষ করে দেবেন। ওই হুমকির পরই বরপুখুরির পথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলা হয়। ‘শূন্য হাতে আমরা কিভাবে চলছি কেউ তা ভাবতেও পারবেন না।

ছেলে-মেয়েদের প্ৰয়োজন মেটাতে পারছি না’-কেঁদে বলেন একজন শিক্ষক। প্ৰশাসনের সঙ্গে আলোচনার পর আন্দোলনকারী শিক্ষকরা প্ৰতিবাদ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com