Begin typing your search above and press return to search.

শিবসাগর ও ডুমডুমায় নাগরিকত্ব বিলের বিরুদ্ধে জোরালো প্ৰতিবাদ

শিবসাগর ও ডুমডুমায় নাগরিকত্ব বিলের বিরুদ্ধে জোরালো প্ৰতিবাদ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  23 Jan 2019 1:29 PM GMT

জয়সাগরঃ নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৯(পূর্বের ২০১৬)এর বিরুদ্ধে শিবসাগর জেলা যৌথ সংগ্ৰামী মঞ্চ ও অন্যান্য সংগঠনের কর্মীরা মঙ্গলবার প্ৰতিবাদে সোচ্চার হয়ে উঠে। প্ৰতিবাদকারীরা শিবসাগরে দরিকা সেতুর কাছে ৩৭নং জাতীয় সড়ক অবরোধ করে।

স্থানীয় সংগঠনটি এই ইস্যুতে কেন্দ্ৰ ও রাজ্য সরকারের কঠোর সমালোচনা করে অভিযোগ করেছে যে বিলের বিরুদ্ধে রাজ্যের মানুষের লাগাতার আন্দোলনের প্ৰতি বিজেপি সরকার দায়িত্বজ্ঞানহীন ভূমিকা পালন করে চলেছে। মঞ্চ নেতা আরও আভিযোগ করেছেন বিভাজন নীতি কায়েম রেখে বিজেপি ক্ষমতা ধরে রাখার স্বপ্ন দেখছে এবং সেজন্যই তারা ধর্ম ও ভাষার নামে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে।

ওদিকে অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদের(এজেওয়াইসিপি)শিবসাগর শাখার কর্মী,সমর্থকরা নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯-এর প্ৰতিবাদে সোমবার সন্ধ্যায় এই শহরে মশাল মিছিল বের করে।

ডুমডুমা সারা অসম বেঙ্গলি যুব ছাত্ৰ ফেডারেশনের(এএবিজেওয়াইসিএফ)ডুমডুমা আঞ্চলিক কমিটি এবং বঙ্গভাষী অসমিয়া সমাজ রবিবার সন্ধ্যায় ডুমডুমা শহরে প্ৰথমবার মশাল মিছিল বের করে নাগরিকত্ব বিলের প্ৰ্তিবাদে। বিলের বিরুদ্ধে স্লোগান দিয়ে তারা শহরের প্ৰধানপথ পরিক্ৰমা করে ডুমডুমা বঙ্গীয় দুর্গাবাড়ি প্ৰাঙ্গণে গিয়ে মিলিত হয় এবং ওখানে এক প্ৰতিবাদ সভার আয়োজন করে। ডুমডুমা শাখা সাহিত্য সভার সম্পাদক দেবেন ডেকা সরকারের বিচ্ছিন্নতাবাদী নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার এবং অসমিয়া ও বাঙালির মধ্যে চিড় ধরানোর সমস্ত প্ৰয়াস বানচাল করার আহ্বান জানান।

Next Story
সংবাদ শিরোনাম