শিলঘাট-নগাঁও-কলকাতা-র মধ্যে কাজিরঙা এক্সপ্ৰেসের যাত্ৰা শুরু হলো

নগাঁওঃ রেল প্ৰতিমন্ত্ৰী রাজেন গোঁহাই মঙ্গলবার শিলঘাট রেল স্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে কাজিরঙা এক্সপ্ৰেসের আনুষ্ঠানিক যাত্ৰা শুরু করলেন। এই ট্ৰেনটি কলকাতার সঙ্গে শিলঘাট এবং নগাঁও স্টেশনের সরাসরি সংযোগ স্থাপন করছে।
উদ্বোধনী ভাষণে মন্ত্ৰী গোঁহাই বলেন,প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি গোটা উত্তর পূর্বাঞ্চলে সড়ক ও রেল যোগাযোগ সহ প্ৰতিটি ক্ষেত্ৰে দ্ৰুত উন্নয়নে বিশেষ অগ্ৰাধিকার দিচ্ছেন। এরই পরিপ্ৰেক্ষিতে মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতার সঙ্গে নগাঁও ও শিলঘাট স্টেশনের সরাসরি সংযোগ গড়ে তোলা হলো কাজিরঙা এক্সপ্ৰেসের মাধ্যমে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্ৰীয় সরকার এই অঞ্চলের দ্ৰুত বিকাশে বিভিন্ন স্কিম রূপায়ণের প্ৰতি আলোকপাত করছে বলে উল্লেখ করে গোঁহাই বলেন,সালনা রেল স্টেশন থেকে গোলাঘাট জেলার খুমটাইয়ের মধ্যে সংযোগ স্থাপন করে শিবসাগর অবধি আরও একটি রেলপথ শীঘ্ৰই গড়ে তোলা হবে।
সারা রাজ্যে দ্ৰুত ট্ৰেন চলাচলের জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্ৰীয় সরকার পুরো রাজ্যে ডাবল রেললাইন স্থাপনের চেষ্টা করছে। তাছাড়া ব্ৰহ্মপুত্ৰের উপর আরও কয়েকটি রেল সেতু নির্মাণেরও কথা আছে-বলেন গোঁহাই। কাজিরঙা এক্সপ্ৰেসের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের জল সম্পদ মন্ত্ৰী কেশব নহন্ত এবং বিজেপির অন্যান্য নেতা ও রেলের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোঁহাই এবং রেলের পদস্থ কর্মকর্তারা এদিন ওই ট্ৰেনে চেপে নগাঁও স্টেশন পর্যন্ত সফর করেন। নগাঁও স্টেশনে স্থানীয় বিধায়ক রূপক শর্মা এবং দলীয় কর্মীরা তাঁকে স্বাগত জানান। শিলঘাট-নগাঁও-কলকাতা কাজিরঙা এক্সপ্ৰেস সপ্তাহে একদিন চলবে। ট্ৰেনটি চালু হওয়ায় শিলঘাট ও নগাঁওবাসীর মধ্যে খুশির হাওয়া বয়ে এনেছে। ট্ৰেনটি চালু হওয়ায় জেলাবাসীর বহু প্ৰতীক্ষিত আশা পূরণও হলো।