শিলঙে সুইপার কলোনির সমস্যা মেটাতে রেকর্ড চাইল এইচএলসি

শিলঙে সুইপার কলোনির সমস্যা মেটাতে রেকর্ড চাইল এইচএলসি
Published on

শিলং: বিক্ষোভকারীরা শিলঙের লিউ মাওলং এলাকা থেকে হরিজনদের সরানোর দাবি নিয়ে সৃষ্টি অবাঞ্ছিত পরিস্থিতির অবসানে মেঘালয় সরকারের গঠিত উচ্চস্তরীয় কমিটি(এইচএলসি)বৃহস্পতিবার প্ৰথম দফা বৈঠকে বসে। সরকারের কাছে সুপারিশ পেশ করার আগে কমিটি সংশ্লিষ্ট বিভাগের কাছে সব নথি চাওয়ার সিদ্ধান্ত নেয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com