শিলচরে কবিগুরুর ৭৬তম মৃত্যুবার্ষিকী পালন করল ছন্দনীড়

শিলচরঃ সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ছন্দনীড় বুধবার শিলচরে কবিগুরু রবীন্দ্ৰনাথ ঠাকুরের ৭৬তম মৃত্যুবার্ষিকী পালন করেছে। এদিন ছন্দনীড়ের সদস্যরা কিংবদন্তি মণিপুরি নৃত্য শিল্পী প্ৰয়াত গুরু সেনারিক রাজকুমার সিংহ-র পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা সিংহর পরিবারের হাতে ফুলের তোড়া ও শংসাপত্ৰ তুলে দেন।
উল্লেখ্য,প্ৰয়াত সিংহ কবিগুরুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। রবীন্দ্ৰনাথ ঠাকুর মণিপুরি নৃত্যের পথিকৃত ও স্থপতি হিসেবে সমাদৃত। গুরু রাজকুমার জন্মেছিলেন ১৮৯৩ সালে,শিলচরের কাছে একটা ছোট গ্ৰাম কালিনঝারে। তিনি ১৯৩১ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত শান্তিনিকেতনে কাটিয়েছিলেন।
কবিগুরুর মৃত্যুর পর-রাজকুমার সিংহর জীবনের মোড় ঘুরে যায়। কবিগুরুর সান্নিধ্য ছাড়া শান্তিনিকেতনে একদিনও কাটাবার কথা ভারতে পারতেন না তিনি। তাই শিলচরে ফিরে এসে ছাত্ৰছাত্ৰীদের নৃত্যশিক্ষায় তালিম দিতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। শিলচর সঙ্গীত বিদ্যালয়ে দীর্ঘদিন ক্লাস নিয়েছিলেন রাজকুমার।