Begin typing your search above and press return to search.

শিলচরে কৃষকদের মধ্যে ১৩টি ট্ৰ্যাক্টর বিতরণ

শিলচরে কৃষকদের মধ্যে ১৩টি ট্ৰ্যাক্টর বিতরণ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  16 Aug 2018 10:45 AM GMT

শিলচরঃ মুখ্যমন্ত্ৰীর সমগ্ৰ গ্ৰাম্য উন্নয়ন যোজনার(সিএমএসওয়াইইউজি)অধীনে মঙ্গলবার শিলচর জেলা গ্ৰন্থাগার প্ৰেক্ষাগৃহে কৃষকদের মধ্যে ১৩টি ট্ৰ্যাক্টর বিতরণ করা হয়। ভিসে ঠাসা প্ৰেক্ষাগৃহে এদিম মুখ্য অতিথির ভাষণে বন, মৎস্য ও আবগারি মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য বলেন,সিএমএসওয়াইইউজি-র অধীন গ্ৰামগুলির সুবিধা ভোগী চাষিদের মধ্যে এই ট্ৰ্যাক্টরগুলি বিতরণ করা হয়েছে।

‘এটা বাস্তবিকই একটা ঐতিহাসিক দিবস। বিশেষকরে রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল এবং বিজেপি আশ্বাস দিয়েছে কৃষি উন্নয়ন ও এর অগ্ৰগতির স্বার্থে বিশেষভাবে সরকার কৃষকদের আয় দ্বিগুণ করতে স্কিম হাতে নিচ্ছে’-বলেন তিনি। শুক্লবৈদ্য আরও বলেন,প্ৰধানমন্ত্ৰী মোদির মিশন হচ্ছে ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা।

‘এধরনের সাহায্যে কৃষকরা বিভিন্নভাবে উপকৃত হবেন। অধিকন্তু ট্ৰ্যাক্টরের জন্য কৃষকদের সামান্য পরিমাণ অর্থ আদায় দিতে হবে। ৭০ শতাংশ ভরতুকিতে চাষিদের ট্ৰ্যাক্টরগুলি দেওয়া হচ্ছে। এই ট্ৰ্যাক্টরগুলি ব্যবহার করে কৃষকরা উৎপাদন দ্বিগুণ করতে পারবেন-বলেন শুক্লবৈদ্য।

Next Story
সংবাদ শিরোনাম