শিলচরঃ কাছাড় পুলিশ সোমবার ভোরে দুই কুখ্যাত চোর তথা বাইক লিফটারকে গ্ৰেপ্তার করেছে। ধৃতদের নাম যীশু দাস ও রাজু দাস। শিলচর কলেজ রোডে ফের অপরাধে জড়ানোর সময় পুলিশ এদের গ্ৰেপ্তার করে।