রাজ্যের খবর
শিলচরে মাদকের বিরুদ্ধে সচেতনতা শিবির
শিলচরঃ শিলচরের রিত্ত ক্লাব সম্প্ৰতি দিশা ফাউন্ডেশনের সহযোগে নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলে মাদক সম্পর্কে এক সচেতনতা শিবির আয়োজন করে। স্কুলের ছাত্ৰরাও এতে অংশ নেয়। মাদক দ্ৰব্যের অশুভ প্ৰভাব সম্পর্কে ছাত্ৰদের সচেতন করাই ছিল শিবিরের উদ্দেশ্য।