শিলচর লোকসভা কেন্দ্ৰে এনপিপি প্ৰার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন নাজিয়া

শিলচরঃ নাজিয়া ইয়াসমিন মজুমদার ন্যাশনাল পিপলস পার্টির(এনপিপি)প্ৰার্থী হিসেবে মঙ্গলবার শিলচর লোকসভা থেকে তাঁর মনোনয়নপত্ৰ জমা দিয়েছেন। প্ৰাক্তন কংগ্ৰেস প্ৰতিমন্ত্ৰী মিসবাহুল ইসমাইল লস্কর,সমাজকর্মী আব্দুল শুক্কুর বরভুইয়া ও অন্যান্যদের সঙ্গে জেলাশাসকের কার্যালয়ে গিয়ে তিনি রিটার্নিং অফিসার লয়া মাদুরির হাতে তাঁর মনোনয়নপত্ৰ দাখিল করেন। এদিন ব্যাপক সংখ্যক দলীয় কর্মী ও সমর্থক তাঁকে সঙ্গ দেন। সোনাই রোডের নিজের বাড়ি থেকে মিছিল করে তিনি জেলাশাসকের কার্যালয়ে যান। মনোনয়নপত্ৰ জমা দেওয়ার পর নাজিয়া সাংবাদিকদের সামনে একজন পাকা রাজনীতিকের মতোই বক্তব্য পেশ করেন। ভাষণ প্ৰসঙ্গে তিনি কংগ্ৰেসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন,১৮ এপ্ৰিলের নির্বাচনে বিজেপিই হবে তাঁর নিকটতম প্ৰতিদ্বন্দ্বী। সমাজের সব শ্ৰেণির মানুষের উন্নয়নে তিনি কাজ করবেন-উল্লেখ করেন নাজিয়া। মহিলাদের ক্ষমতা বৃদ্ধি এবং সমাজের বঞ্চিতদের দুঃখ কষ্ট দূর করাই তাঁর অন্যতম লক্ষ্য হবে বলে জানান।
শিলচরের সাংসদ সুস্মিতা দেব সম্পর্কে নাজিয়া বলেন,পাঁচ বছর সাংসদ পদে থেকে কেন্দ্ৰের উন্নয়নে তাঁর অবদান হতাশাজনক। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সুস্মিতা হিন্দুদের এক কথা বলছেন এবং মুসলমানদের বলেছেন অন্য কথা। শিলচর থেকে সাতবার সাংসদ পদে থাকা প্ৰয়াত সন্তোষ মোহন দেবকেও ছেড়ে কথা বলেননি নাজিয়া। বরাক উপত্যকার উন্নয়নে কী করেছেন সন্তোষবাবু। শুধু বংশানুক্ৰমিক শাসনে আশকারা দিয়েছেন তিনি-বলেন নাজিয়া। তিনি আরও বলেন,কংগ্ৰেসের ভোট ব্যাংকের স্বার্থে মুসলিমরা শুধু শোষিত হয়েছেন।