Begin typing your search above and press return to search.

শিলনিজানে ধনশিরি নদীতে মেশিন দিয়ে চলছে অবাধে বালি খনন

শিলনিজানে ধনশিরি নদীতে মেশিন দিয়ে চলছে অবাধে বালি খনন

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  9 Oct 2018 11:48 AM GMT

যে সময়ে পরিবেশ প্ৰকৃতি রক্ষায় বিশ্বজুড়ে সচেতনতা সৃষ্টির জন্য সব দেশ একত্ৰিত হচ্ছে,রাষ্ট্ৰপুঞ্জ গত চার দশক ধরে গোলকীয় উষ্ণতা বৃদ্ধি ইত্যাদির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে,সেই সময়ে অসম সরকার পরিবেশ রক্ষায় নিরন্তর চেষ্টা জারি রেখেছে। স্কুল শিক্ষায় পরিবেশ অধ্যয়ন,বনজ সম্পদের সুরক্ষা,রাজ্যের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ,রাজ্যের সমৃদ্ধ জৈব বৈচিত্ৰ্য সংরক্ষণ ইত্যাদি ক্ষেত্ৰে সচেতনতা সৃষ্টির জন্য অসম সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে আসছে। অথচ ঠিক এই সময়েই কার্বি আংলং জেলার বোকাজান মহকুমার দেওপানি স্বশাসিত পরিষদের অধীন শিলনিজান আঞ্চলিক বন কার্যালয় এলাকায় ধনশিরি নদীতে মেশিনের সাহায্যে বালি খনন অব্যাহত রেখেছে একাংশ বালি মাফিয়া।

বন আইন লঙ্ঘন করে মেশিনে বালি খনন চালিয়ে যাওয়ার পরও বন বিভাগ কোনও গুরুত্বই দিচ্ছে না। নদী তীরবর্তী মানুষের অভিযোগ অনু্যায়ী প্ৰতিবছর ধনশিরি নদীর ভাঙনে নদীর পাড়ে বসবাসকারী মানুষ সর্বস্বান্ত হয়েছেন। এর ওপর বালি খনন ভাঙনে আরও ইন্ধন জোগাচ্ছে। সচেতন জনগণের অভিযোগ,শিলনিজান আঞ্চলিক বন বিভাগের কার্যালয় ধনশিরি,দৈগ্ৰাং,নামবর নদীতে বালি খনন অব্যাহত রেখেছে বালি মাফিয়ারা। উল্লেখ্য,এই অঞ্চলগুলি থেকে বালি সংগ্ৰহ করে ডিমাপুর,মণিপুরে দীর্ঘদিন ধরে বালি সরবরাহ করা হচ্ছে।

Next Story
সংবাদ শিরোনাম