Begin typing your search above and press return to search.

শিলনিজানে ধনশিরি নদীর উপর স্থায়ী সেতু নির্মাণের দাবি

শিলনিজানে ধনশিরি নদীর উপর স্থায়ী সেতু নির্মাণের দাবি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  29 Oct 2018 1:32 PM GMT

কার্বি আংলং জেলার শিলনিজান,ডিহিঙ্গিয়া,কাঠকটিয়া,বরগাঁও,আহোমনি,টিংবস্তি,পানিকা বস্তি,পুরনা বরপথার ইত্যাদি অঞ্চলের সঙ্গে গোলাঘাট জেলার টেঙানি,বরহোলা,শ্যাম গাঁও,বারঘরিয়া,তিনিকুরিয়া,ছাবিশ ঘরিয়া,বিলগাঁও,ধোন্দাচাম ইত্যাদি অঞ্চলের লোকেদের যাওয়া আসার একমাত্ৰ মাধ্যম হলো ধনশিরি নদীর শিলনিজান ঘাট। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আজ অবধি ওই ঘাটে গড়ে ওঠেনি একটা স্থায়ী সেতু।

ধনশিরির উভয় পাড়ের মানুষের জীবিকার একমাস সম্বল কৃষি। উৎপাদিত কৃষিপণ্য বিক্ৰির জন্য চাষিরা ধনশিরি নদীর ওই ঘাট দিয়ে শিলনিজানে আসা যাওয়া করেন। শুকনোর দিনে বাঁশের সাঁকো এবং বর্ষাকালে ছোট নৌকোয় প্ৰাণ হাতে রোজ ঝুঁকি নিয়েই নদী পারাপার করতে বাধ্য হন শশ মানুষ। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের জন্য ধনশিরির উভয় তীরের মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। স্থানীয় লোকেরা অবিলম্বে ধনশিরির ওপর স্থায়ী সেতু নির্মাণ করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

Next Story
সংবাদ শিরোনাম