কলকাতাঃ উত্তরবঙ্গের শিলিগুড়ির শহরতলি এলাকা থেকে বুধবার ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স(ডিআরআই)প্ৰায় ১৭ কেজি হাতির দাঁত উদ্ধার করেছে। আন্তর্জাতিক বাজারে এই হাতির দাঁতের মূল্য ১.৬৯ কোটি টাকা। অসমের বনাঞ্চল থেকে চোরাশিকারিরা হাতির দাঁতগুলি পাচার করেছিল। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্ৰেপ্তার করা হয়েছে। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্সের(ডিআরআই)একজন কর্মকর্তা একথা জানান। হাতি দাঁতটি চার টুকরো করে ব্ল্যাক টি বোঝাই একটি ট্ৰাকে করে পাঠানো হয়েছিল। গাড়ির চালককে ইতিমধ্যেই গ্ৰেপ্তার করা হয়েছে। ১৯৭২ সালের বন্যপ্ৰাণী সংরক্ষণ আইনের অধীনে এবং ১৯৬২ সালের শুল্ক আইনের বিধি ব্যবস্থা অনু্যায়ী হাতির দাঁতগুলি বাজেয়াপ্ত করা হয় বলে কর্মকর্তাটি জানান।
জিজ্ঞাসাবাদের সময় চালক স্বীকার করেছে যে গুয়াহাটির একজন অজ্ঞাত ব্যক্তি বাইহাটা চারালিতে হাতির দাঁতগুলি কলকাতায় নিয়ে যাওয়ার জন্য তার হাতে অর্পণ করেছিল।
প্ৰাথমিক তদন্তে জানা গিয়েছে,অসমের বনাঞ্চল থেকে চোরা শিকারিদের পাচার করা হাতির দাঁত কেটে সেগুলি ওই চালকের হাতে তুলে দেওয়া হয়েছিল। বাংলাদেশ হয়ে আসিয়ান দেশগুলিতে এই হাতির দাঁত পাঠানোর কথা ছিল বলে কর্মকর্তাটি জানান। ডিআরআই এর আগেও হাতির দাঁত পাচারের বেশকটি ঘটনা ধরতে পেরেছে। এর আগে সংস্থা গত বছরে চার চারটি ঘটনায় মোট ৩৮,৬০৮ কেজি হাতির দাঁত উদ্ধার করতে সফল হয়েছিল। এই সব ঘটনায় গ্ৰেপ্তার করা হয়েছিল মোট আটজনকে।