গুয়াহাটিঃ রাজ্যে শিশু ও প্ৰসূতির মৃত্যুর ক্ষেত্ৰে কামরূপ(মেট্ৰো)এবং কাছাড় জেলা শীর্ষ স্থানে রয়েছে। শিশু মৃত্যুর ক্ষেত্ৰে তালিকার শীর্ষে রয়েছে কামরূপ(মেট্ৰো)। ২০১৮-র ১ এপ্ৰিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত কামরূপ(মেট্ৰো)জেলায় ৬৭২টি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। এর পরের স্থানে রয়েছে কাছাড় জেলা। এই জেলায় একই সময়ে মারা গেছে ৫৫৮টি শিশু।
অন্যদিকে,প্ৰসূতি মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে কাছাড় জেলা। এই সময়ের মধ্যে কাছাড় জেলায় ৮৯ জন প্ৰসূতি মারা গেছে। কামরূপ মেট্ৰোতে এজাতীয় মৃত্যুর ঘটনা ঘটেছে ৭৫টি। যে সব শিশুর মৃত্যু হয়েছে তাদের বয়স ১ বছরেরও কম।
ন্যাশনাল হেলথ,মিশন(এনএইচএম)অসম-এর এক পরিসংখ্যান অনু্যায়ী ২০০৮-র ১ এপ্ৰিল থেকে রাজ্যে ৩৫২১টি শিশুর মৃত্যু হওয়ার বিষয়টি নথিভুক্ত হয়েছে। এরমধ্যে কামরূপে(মেট্ৰো)এসময় ৬৭২টি শিশুর মৃত্যু হয়েছে,যা তালিকার শীর্ষে রয়েছে। এসময়ে কাছাড় জেলায় ৫৫৮টি শিশুর মৃত্যু হওয়ায় তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওই জেলা।
এছাড়া যোরহাটে এধরনের শিশু মৃত্যুর সংখ্যা হলো ৩১২টি। ২০১৮-র ১ নভেম্বর থেকে ১১ দিনের মধ্যে যোরহাটে ২০টি শিশু মারা গেছে। এছাড়া এসময়ে বরপেটা জেলায় ২৩৯ এবং করিমগঞ্জ জেলায় ২২২টি শিশু মৃত্যুর রিপোর্ট পাওয়া গিয়েছে।