শিশু ধর্ষণ,হিংসায় উত্তাল গুজরাট,গ্ৰেপ্তার ৩৪২

শিশু ধর্ষণ,হিংসায় উত্তাল গুজরাট,গ্ৰেপ্তার ৩৪২
Published on

মাত্ৰ ১৪ মাসের একটি শিশুকে ধর্ষণের ঘটনায় গুজরাট জুড়ে এক হিংসাশ্ৰয়ী পরিস্থিতির সৃষ্টি হয়। বিহারের জনৈক নরাধম শিশুটিকে ধর্ষণের ঘটনায় অগুজরাটিদের বিরুদ্ধে গণ হিংসায় মেতে ওঠেন গুজরাটের স্থানীয়রা। এই জঘন্য ঘটনা রাজ্যের স্থানীয় মানুষজনকে হিংসায় উন্মত্ত হতে লেলিয়ে দেয়। স্থানীয় লোকেরা এখন উত্তরপ্ৰদেশ ও বিহার থেকে আসা লোকেদের আক্ৰমণের শিকার হিসেবে বেছে নিয়েছেন। অগুজরাটিদের বিরুদ্ধে হিংসা,আক্ৰমণের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এপর্যন্ত ৩৪২ জনকে গ্ৰেপ্তার করেছে। গুজরাটের পুলিশ প্ৰধান শিবানন্দ ঝা বলেছেন হিংসার প্ৰভাব পড়েছে রাজ্যের প্ৰধানত ছটি জেলায়।

মেহসানা এবং সাবরকান্তায় হিংস্ৰ হয়ে উঠেছেন মানুষ। ‘হিংসাশ্ৰয়ী ঘটনার ৪২টি মামলা নথিভুক্ত হয়েছে। এবং আমরা এপর্যন্ত ৩৪২ জনকে গ্ৰেপ্তার করেছি’-বলেন তিনি। তদন্তে অভিযুক্তের নাম প্ৰকাশ হওয়ার পর আরও কিছু লোককে গ্ৰেপ্তার করা হবে। ডিজিপি বলেন,রাজ্য সংরক্ষিত পুলিশের ১৭ কোম্পানি দাঙ্গাদীর্ণ অঞ্চলগুলিতে মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্ৰণে আনার উদ্দেশ্যে। অগুজরাটিদের আবাসিক এলাকা এবং তারা যে সব ফ্যাক্টরিতে কাজ করেন সেই সব স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলা হয়েছে। বিবদমান অঞ্চলগুলিতে পুলিশি টহলদারি বাড়িয়ে দিয়েছে প্ৰশাসন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com