শিশু সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জুবিনের

শিশু সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জুবিনের
Published on

জয়সাগরঃ নব প্ৰজন্মের হার্টথ্ৰব জুবিন গার্গ মঙ্গলবার শিবসাগর বোর্ডিংফিল্ডে রঙালি বিহু সম্মেলনে অংশ নেন। জুবিন সমাজ সেবায় জড়িত বিভিন্ন সংগঠনকে শিশু সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এনজিও ‘সেভ অসম’-এর শিশু সুরক্ষা অভিযানের সূচনা করেন জুবিন এদিন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com