
শ্ৰীনগরঃ শ্ৰীনগরের হোটেল থেকে গত মে মাসে পুলিশের হাতে আটক হওয়া মেজর লিতুল গগৈ এখন শাস্তির সম্মুখীন হচ্ছেন। সোমবার সেনা সূত্ৰ একথা জানিয়েছে। উল্লেখ্য,গত ২৩মে শ্ৰীনগরের একটি হোটেলে স্থানীয় এক মহিলার সঙ্গে সহবাসের অভিযোগে পুলিশ গগৈকে আটক করে। এই ঘটনার পরিপ্ৰেক্ষিতে ৫৩নং রাষ্ট্ৰীয় রাইফেলসের মেজর গগৈর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়।
শ্ৰীনগর হোটেল কাণ্ডের কয়েকদিন পরই সেনা প্ৰধান বিপিন রাওয়াত জম্মু ও কাশ্মীর সফরকালে বলেছেন যে,অপরাধ প্ৰমাণিত হলে মেজর গগৈর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করা হবে। ‘ভারতীয় সেনার কোনও অফিসারকে কোনও অপরাধমূলক কাজে জড়িত পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্ৰহণ করা হবে’-পহেলগামে একথা বলেন রাওয়াত।
কোর্ট অফ এনকোয়ারি বলেছে,মেজর গগৈ সেনাবাহিনীর নীতি নির্দেশিকা ভঙ্গ করে কর্তব্য স্থলে অনুপস্থিত থেকে স্থানীয় এক মহিলার সঙ্গে ফস্টিনষ্টি করেছেন’-অভিযোগ সেনা সূত্ৰটির। গগৈর বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহণের আগে পুরো আইনি বিষয়গুলি আরও একবার খতিয়ে দেখা হবে।