Begin typing your search above and press return to search.

সংসদ নির্বাচনঃ এবার অসমে ৭,০৬,৪৮৯ জন ভোটার প্ৰথমবার ভোট দিচ্ছেন

সংসদ নির্বাচনঃ এবার অসমে ৭,০৬,৪৮৯ জন ভোটার প্ৰথমবার ভোট দিচ্ছেন

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  12 March 2019 8:39 AM GMT

গুয়াহাটিঃ আসন্ন লোকসভা নির্বাচনে অসমে মোট ৭,০৬,৪৮৯ ভোটার এবার প্ৰথম ভোটাধিকার প্ৰয়োগ করবেন। এই সব নতুন ভোটারদের বয়স ১৮ থেকে ১৯। এরমধ্যে ৪,০৪,৭১৫ জন পুরুষ এবং বাকি ৩,০১,৭৭৪ জন মহিলা ভোটার। সোমবার এখানে একথা জানিয়েছেন রাজ্যে মুখ্য নির্বাচন আধিকারিক(সিইও)এম সি সাহু। সর্বোচ্চ সংখ্যক ৫৭,০৮,৬৮৮ ভোটার হচ্ছে ২০ থেকে ২৯ বছর বয়সী। এদের মধ্যে ২৮,৭৫,৭৯৬ জন পুরুষ ও ২৮,৩২,৮৯২ জন মহিলা।

৩০ থেকে ৩৯ বছর বয়সী ভোটার গ্ৰুপে রয়েছেন ৪৬,৬৯,৫২৫ জন। এদের মধ্যে ২৮,৭৩,০৭৯ জন পুরুষ ও ২৭,৯৬,৪৪৬ জন ভোটার মহিলা।

অন্যদিকে,৪০-৪৯ বছর বয়সী ভোটার রয়েছেন ৪৩,০৪,৪৮৫জন। এদের মধ্যে ২১,৬৯,৩৯৪ জন পুরুষ ও ২১,৩৫,০৯১ জন মহিলা ভোটার। ৫০-৫৯ বছর বয়স সীমার ভোটার হচ্ছেন ২৮,৯৩,৩০২ জন। এদের মধ্যে ১৫,৩৪,৯০১ জন পুরুষ এবং বাকি ১৩,৫৮,৪০১ জন ভোটার মহিলা।

৬০-৬৯ বয়সী ভোটার আছেন ১৫,৩৪,৯৩৪ জন। এদের মধ্যে ৮,১৫,৯০৯ জন পুরুষ এবং ৭,১৯,০২৩ জন মহিলা ভোটার। ৭০-৭৯ বয়সী ভোটার রয়েছেন ৬,৮২,৩৩২ জন। এরমধ্যে ৩,৩৪,৮২৪ জন পুরুষ এবং মহিলা ভোটার হচ্ছেন ৩,৪৭,৫০৮ জন। ৮০ বছর ও এর ঊর্ধ্ব বয়স সীমার ভোটার আছেন ২,৬০,৮৪৯ জন। এরমধ্যে পুরুষ ১,২৪,১৬৪ জন মহিলা ভোটার ১,৩৬,৬৮৫ জন।

২০১৯ সালে সচিত্ৰ ভোটার তালিকায় নাম নথিভুক্ত হয়েছে মোট ২,১৭,৬০,৬০৪ জনের। রাজ্যে প্ৰথম দফার নির্বাচন হচ্ছে ১১ এপ্ৰিল। প্ৰথম দফায় রাজ্যে ৭৫,১৬,২৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্ৰয়োগ করতে পারবেন। রাজ্যে ৯,৫৭৪টি ভোট কেন্দ্ৰে ভোট গ্ৰহণ করা হবে প্ৰথম দফায়। ১৮ এপ্ৰিল দ্বিতীয় দফার ভোটে অংশ নেবেন ৬৮,৩৬,৪৯৬ জন ভোটার। দ্বিতীয় দফায় ভোট কেন্দ্ৰ থাকছে ৮,৯৯২টি। ২৩ এপ্ৰিল অন্তিম দফার ভোটে ভোটার হচ্ছেন ৭৪,০৭,৮২৪ জন। ভোট কেন্দ্ৰ থাকছে ৯,৫৭৭টি।

Next Story
সংবাদ শিরোনাম