Begin typing your search above and press return to search.

সত্ৰের জমি দখল মুক্ত করতে জেলাশাসকদের ক্ষমতা দিচ্ছে দিশপুর

সত্ৰের জমি দখল মুক্ত করতে জেলাশাসকদের ক্ষমতা দিচ্ছে দিশপুর

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  29 April 2019 8:00 AM GMT

গুয়াহাটিঃ অদ্ভুত বলে মনে হলেও আসলে এটাই সত্যি। অসমে জেলাশাসকদের(ডিসি)সত্ৰের জমিতে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করার কোনও আইনি ক্ষমতা নেই। এরই পরিপ্ৰেক্ষিতে সত্ৰের জমি দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাতে জেলাশাসকদের ক্ষমতা দেওয়ার উদ্দেশ্যে দিশপুর রাজ্যের বর্তমান ভূমিনীতি সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। কেবলমাত্ৰ সরাসরি জমি অবৈধভাবে দখল করে রাখার বিরুদ্ধে অভিযান চালানোর জন্য জেলাশাসকদের ক্ষমতা দিতে ১৯৮৬ সালের আসাম ল্যান্ড অ্যান্ড রেগুলেশন আইনটির সংশোধন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। সত্ৰ সহ অন্যান্য জমির ক্ষেত্ৰে জবর দখলের বিরুদ্ধে এধরনের উচ্ছেদ চালানোর ক্ষমতা জেলাশাসকদের নেই। কংগ্ৰেসের জমানায়ও সত্ৰের জমি দখল মুক্ত করতে কোনও অভিযান চালানো হয়নি।

তবে সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে বিজেপি-অগপ ও বিপিএফ জোট দিশপুরে ক্ষমতায় আসার পর অসমের বর্তমান ভূমি নীতি পর্যালোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বিষয়টি নিয়ে পর্যালোচনা করার পর এক্ষেত্ৰে এক নতুন গতি সঞ্চার হতে দেখা যাচ্ছে। এব্যাপারে বিভাগটি ইতিমধ্যেই একটি ‘ক্যাবিনেট মেমোরেন্ডাম’ প্ৰস্তুত করেছে এবং লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই রাজনৈতিক বিভাগের ক্যাবিনেট সেলের উদ্দেশে পাঠিয়েছে। কিন্তু নির্বাচনের জন্য মডেল কোড অফ কনডাক্ট ঘোষিত হওয়ায় গুরুত্বপূর্ণ এই ইস্যু নিয়ে ক্যাবিনেট সেল কোনও বৈঠক করতে পারেনি। রাজ্য মন্ত্ৰিসভা বিভাগটির সুপারিশ নিয়ে আলোচনায় বসতে পারে। মন্ত্ৰিসভার অনুমোদন পাওয়ার পর রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ একটি বিল প্ৰস্তুত করবে,যা রাজ্য বিধানসভায় পেশ করা হবে।

এদিকে রাজ্যে সত্ৰের জমি দখলের বিরুদ্ধে এধরনের উচ্ছেদ অভিযান চালাতে গৌহাটি হাইকোর্ট অসম সরকারকে নির্দেশ দিয়েছে।

রাজ্য বিধানসভায় পেশ করা সরকারি রিপোর্ট অনু্যায়ী,সারা রাজ্যে ২৩১ বিঘা ৪ কাঠা সত্ৰের জমি অবৈধ দখলদারদের কবলে রয়েছে।

সরকারি তথ্য অনু্যায়ী,বরপেটা জেলার শ্যামরাই বিগ্ৰহ সত্ৰের ১২১ বিঘা এবং ১৬ লেসা জমি অবৈধ দখলদারদের কবলে। কামরূপ(মেট্ৰো)আউনিআটি সত্ৰের ৫৪ বিঘা জমি দখলদারদের কবলে। এছাড়াও ধেমাজি জেলার চিমেন চাপরির তিনটি সত্ৰ,গোজালা সত্ৰের ৬ বিঘা এবং শ্ৰীশ্ৰী নাহাকাটি ও হলগুড়ি সত্ৰের ১ বিঘা করে জমি রয়েছে জবর দখলকারীর কবলে।

Next Story
সংবাদ শিরোনাম