সন্ত্ৰাসে মদতদাতাদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে ভারত-সৌদি আরব সহমত

সন্ত্ৰাসে মদতদাতাদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে ভারত-সৌদি আরব সহমত
Published on

নয়াদিল্লিঃ কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্ৰাসী হামলার পর একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির আবহে ভারত সফরে এসেছেন সৌদি আরবের ক্ৰাউন প্ৰিন্স মহম্মদ বিন সলমন। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদিকে পাশে নিয়ে সলমন সাফ জানালেন,বিশ্বজুড়ে চলা সন্ত্ৰাসের মোকাবিলায় ভারত-রিয়াধ একযোগে কাজ করবে। দুদিনের পাকিস্তান সফর সেরে সৌদি প্ৰিন্স সলমন বুধবার এখানে এসেছেন। সন্ত্ৰাসী কার্যকলাপ এবং যে সব দেশ সন্ত্ৰাসে লাগাতার মদত দিচ্ছে সারা বিশ্বকে একজোট হয়ে ওই দেশগুলির ওপর চাপ সৃষ্টির জন্য ভারত ও রিয়াধ সহমত প্ৰকাশ করে। মোদি এবং সৌদি যুবরাজের মধ্যে প্ৰতিনিধি পর্যায়ে আলোচনার পর উভয়েই এক যৌথ সাংবাদিক সম্মেলনে বুধবার মত বিনিময় করছিলেন। বিশ্বের বুক থেকে সন্ত্ৰাসের শিকড় উপড়ে ফেলতে উভয় নেতা হাতে মিলিয়ে কাজ করতে সহমত পোষণ করেন।

পুলওয়ামার জঙ্গি হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে মোদি বলেন,মানবতার বিরুদ্ধে সন্ত্ৰাসীদের এই আক্ৰমণ ভয়ঙ্কর বিপদেরই জানান দিচ্ছে। ‘সন্ত্ৰাসের সক্ৰিয় মোকাবিলায় আমরা সহমত। যে সব দেশ সন্ত্ৰাসবাদে মদত দিচ্ছে তাদের ওপর সম্ভাব্য সব ধরনের চাপ সৃষ্টি করা এই মুহূর্তে সর্বাগ্ৰে প্ৰয়োজন’-বলেন মোদি। তিনি আরও বলেন সন্ত্ৰাসীদের পরিকাঠামো উপড়ে ফেলা এবং সন্ত্ৰাসবাদী ও তাদের সমর্থকদের শাস্তি দেওয়া অত্যন্ত প্ৰয়োজন। মোদি বলেন,সন্ত্ৰাসবাদের মোকাবিলায় একটা অ্যাকশন প্ল্যানের প্ৰয়োজন। এটা হলে সন্ত্ৰাস ও হিংসাশ্ৰয়ী কার্যকলাপের সঙ্গে জড়িত শক্তিগুলি যুবকদের ভুল পথে পরিচালিত করতে পারবে না। সন্ত্ৰাসবাদ সম্পর্কে সৌদি আরব ও ভারতের অভিন্ন চিন্তা ভাবনার জন্য আমি অত্যন্ত খুশি-বলেন প্ৰধনমন্ত্ৰী।

ওদিকে প্ৰিন্স সলমন বলেন,সন্ত্ৰাসবাদ এবং সন্ত্ৰাসী কার্যকলাপ উভয় দেশের কাছেই একটা অভিন্ন উদ্বেগের বিষয় এবং এব্যাপারে সৌদি আরব সব রকমের সহযোগিতা করবে ভারতকে। ’সন্ত্ৰাসবাদ,জঙ্গিবাদ ইস্যু উভয় দেশের কাছে সম উৎকণ্ঠার বিষয়। আমরা ভারতকে এটা বলতে চাই সন্ত্ৰাস মোকাবিলায় গোয়েন্দা সাহা্য্য সহ সব রকম সহযোগিতার হাত বাড়াতে রিয়াধ প্ৰস্তুত। শুধু ভারতই নয়,সন্ত্ৰাস দমনে পড়শি দেশগুলির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে চাই আমরা। তাহলে ভবিষ্যৎ প্ৰজন্মের জীবন সুরক্ষিত হবে-বলেন সলমন। তিনি বলেন,দুই দেশের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের এবং এই সম্পর্ক রক্তের সঙ্গে মিশে গেছে। এদিন দুই দেশের মধ্যে প্ৰতিরক্ষা ও পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্ৰে যৌথ সহযোগিতার বিষয়েও কথা হয়েছে। প্ৰধানমন্ত্ৰী মোদি বলেন,একুইশো শতকে ভারতের গুরুত্বপূর্ণ কৌশলগত বন্ধুদের তালিকায় অন্যতম সৌদি আরব। মোদি আরও বলেন,পশ্চিম এশিয়া এবং উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা সুনিশ্চিত করার ক্ষেত্ৰে উভয় দেশের অভিন্ন আগ্ৰহ রয়েছে। এদিন কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয় উভয় দেশের মধ্যে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com