Begin typing your search above and press return to search.

সন্দেহভাজন বিদেশির কাছ থেকে ঘুষ নিয়ে মরিগাঁওয়ে সাসপেন্ড ৩ কনস্টেবল

সন্দেহভাজন বিদেশির কাছ থেকে ঘুষ নিয়ে মরিগাঁওয়ে সাসপেন্ড ৩ কনস্টেবল

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  10 Oct 2018 9:47 AM GMT

গুয়াহাটিঃ মরিগাঁওয়ে বিদেশি ট্ৰাইবুনাল অবৈধ বাংলাদেশি সন্দেহে এক ব্যক্তিকে নোটিশ ইস্যু করা সত্ত্বেও তার কাছ থেকে ঘুষ নেওয়ার অপরাধে মরিগাঁও পুলিশ তিনজন কনস্টেবলকে সাসপেন্ড করেছে। সাসপেন্ড হওয়া কনস্টেবলরা হলেন,দীপক পাটর,দিনো বরা এবং মাটবিউর রহমান। এরা মরিগাঁও জেলার মিকিরভেটা থানার অধীন বর্ডার পুলিশ শাখার কর্মী। প্ৰাপ্ত অভিযোগ অনু্যায়ী,এই তিন কনস্টেবল বিদেশি ট্ৰাইবুনালের ইস্যু করা নোটিশ সন্দেহভাজন অবৈধ বাংলাদেশির হাতে ধরিয়ে দেওয়ার বদলে তার কাছ থেকে ঘুষ নেয় এবং তাকে আশ্বাস দেয় তারা এই মামলাটি সমাধান করে দেবে। সন্দেহভাজন বাংলাদেশিকে তারা আরও আশ্বাস দিয়েছিল যে তার(সন্দেহভাজন)বিদেশি ট্ৰাইবুনালে যাওয়ার প্ৰয়োজন নেই। অভিযুক্তরা সন্দেহজনক ব্যক্তিটির জাল সইও সংগ্ৰহ করেছিল,নোটিশটি সঠিক ব্যক্তির হাতে দেওয়া হয়েছে বলে ট্ৰাইবুনালে দেখানোর জন্য।

অবশেষে ট্ৰাইবুনাল মামলাটি নিয়ে শুনানির সময় ওই ব্যক্তিকে অবৈধ বিদেশি ঘোষণা করলে ব্যক্তিটি ট্ৰাইবুনালের বিচারপতিকে জানায় কোনও নোটিশ তাকে দেওয়া হয়নি এবং কনস্টেবলকে টাকা দেওয়ার কথাও বলে। এরপরই মরিগাঁওয়ের পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা তদন্তে নেমে এই চক্ৰের মুখোশ ফাঁস করেন এবং এই তিন কনস্টেবলকে দোষী প্ৰমাণ করতে সফল হন।

Next Story
সংবাদ শিরোনাম