
কেরেলার সবরীমালা মন্দিরে ১০-৫০ বছর বয়সী মেয়ে ও মহিলাদের প্ৰবেশের প্ৰতিবাদে বিক্ষোভরত ২০৬১ জন ব্যক্তিকে কেরেলা পুলিশ শুক্ৰবার গ্ৰেপ্তার করে। এদিন মহিলাদের মন্দিরে প্ৰবেশের প্ৰতিবাদে বিক্ষোভকারীরা হিংসাত্মক হয়ে ওঠে। প্ৰায় ৪৫২ জন ব্যক্তির বিরুদ্ধে একটি মামলাও নথিভুক্ত করা হয়। মন্দির প্ৰাঙ্গণে বিক্ষোভ প্ৰদর্শন ও মন্দিরে মহিলাদের প্ৰবেশের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ায় পুলিশ ওই বিশাল সংখ্যক বিক্ষোভকারীকে পাকড়াও করে। সুপ্ৰিমকোর্টের রায় অমান্য করে জনতা এই বিক্ষোভে শামিল হন।
উল্লেখ্য,সুপ্ৰিমকোর্ট সম্প্ৰতি সব বয়সের মেয়ে ও মহিলাদের পবিত্ৰ সবরীমালা মন্দিরে প্ৰবেশ ও পূজা অর্চনা করার অনুমতি দিয়েছিল। এরপরই মন্দির কর্তৃপক্ষ দশ বছরের নিচের বালিকা ও ৫০ ঊর্ধ্ব মহিলাদের মন্দিরে প্ৰবেশ করার অনুমতি দেয়। মন্দির কর্তৃপক্ষের মতে,ঋতুশ্ৰাবের সময় থাকা কোনও মহিলাকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না কারণ মন্দিরের বিগ্ৰহ ভগবান আয়াপ্পাকে বিবাহ ও যৌন সম্পর্কহীন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
এর আগে,গত বুধবার নীলাক্কাল,পামবা এবং সবরীমালায় অবৈধ কার্যকলাপ,সাংবাদিক ও ভক্তদের হেনস্থা,হিংসায় উস্কানি দেওয়ার সন্দেহে পুলিশ ২১০ জন ব্যক্তিকে নোটিশ ইস্যু করেছিল। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব জেলা পুলিশ প্ৰধানদের বলা হয়েছিল।
সবরীমালা ইস্যু নিয়ে সুপ্ৰিমকোর্টের তদানীন্তন মুখ্য বিচারপতি দীপক মিশ্ৰের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গত ২৮ সেপ্টেম্বর দেওয়া এক রায়ে সবরীমালা মন্দিরে সব স্তরের মহিলাদের প্ৰবেশের পক্ষে রায় দিয়েছিল।