Begin typing your search above and press return to search.
সমস্ত ধরনের এগজিট পোল নিষিদ্ধ করলো নির্বাচন কমিশন

নয়াদিল্লিঃ নির্বাচন কমিশন নির্বাচনমুখী পাঁচ রাজ্যের ক্ষেত্ৰে সব ধরনের এগজিট পোল নিষিদ্ধ ঘোষণা করলো। ১২ নভেম্বর থেকে আগামি ৭ ডিসেম্বর পর্যন্ত যে পাঁচ রাজ্যে বিধানসভার নির্বাচন হচ্ছে সেগুলি হলো মধ্যপ্ৰদেশ,রাজস্থান,ছত্তিশগড়,মিজোরাম ও তেলেঙ্গানা। ছত্তিশগড়ে ১২ ও ২০ নভেম্বর দুদফায় ভোট হবে। মধ্যপ্ৰদেশ এবং মিজোরামে নির্বাচন হচ্ছে আগামি ২৮ নভেম্বর। ৭ ডিসেম্বর বিধানসভা নির্বাচন হচ্ছে রাজস্থান ও তেলেঙ্গানায়। আইএএনএস এখবর জানিয়েছে।
Next Story