গুয়াহাটিঃ রাজ্য সরকারের বৈষম্যের অভিযোগে অসম রাজ্য শিক্ষক সম্মিলনী সোমবার সারা রাজ্যে প্ৰতিবাদ,ধরনা কর্মসূচি পালন করে। আন্দোলনের অংশ হিসেবে ১৪২টি শিক্ষাব্লক ও ৫২টি মহকুমা সহ সব জেলায় তালা বন্ধ কর্মসূচি পালন করেন তারা। কিছি কিছু শিক্ষা ব্লকে প্ৰশাসন শিক্ষা আধিকারিকের কার্যালয়ের তালা ভেঙে ফেলে। আন্দোলনকারী কিছু শিক্ষককে গ্ৰেপ্তার করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। এদিন গুয়াহাটির ছাত্ৰীবাড়িতে জেলা প্ৰাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে তালা ঝুলিয়ে প্ৰতিবাদ জানায় সম্মিলনী।
Begin typing your search above and press return to search.