সর্বাঙ্গীণ বিকাশে বোড়োদের একজোট হওয়ার আহ্বান আবসুর

ওদালগুড়িঃ নিখিল বোড়ো ছাত্ৰ সংস্থার(আবসু)ওদালগুড়ি আঞ্চলিক কমিটির সোনালি জয়ন্তী এবং ৪৮তম বার্ষিক সম্মেলন তিনদিন ব্যাপী কর্মসূচিতে সম্পন্ন হলো বাহিনী গাঁওয়ে। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল একটা পরিচ্ছন্ন সমাজ গঠনে এবং সর্বাঙ্গীণ বিকাশে বোড়োদের একজোট হয়ে এগিয়ে যাওয়া। সম্মেলনে মুখ্য অতিথির ভাষণে আবসু সভাপতি প্ৰমোদ বোড়ো সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের ওপর গুরুত্ব আরোপ করে বোড়ো সমাজের সর্বাঙ্গীণ বিকাশ ত্বরান্বিত করতে জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
বোড়োল্যান্ড ইস্যুতে হাগ্ৰামা মহিলারির মতামতকে পাল্টা আক্ৰমণ করে প্ৰমোদ বোড়ো জনগণকে বোড়োল্যান্ডের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
আবসুর সাধারণ সম্পাদক লরেন্স ইসলারি ভাষণ প্ৰসঙ্গে বলেন,আবসু কর্মীরা বোড়ো সম্প্ৰদায়ের উন্নয়নে এবং অঞ্চলটির বিকাশে সারা বছর ধরে চমৎকার কাজ করেছে। বৃহত্তর বোড়োল্যান্ডের স্বার্থে আবসু সমর্থিত প্ৰার্থীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্ৰতি আহ্বান জানান তিনি।