সহযোগিতার ভিত পাকাপোক্ত করতে সম্মত ভারত-জাপান

সহযোগিতার ভিত পাকাপোক্ত করতে সম্মত ভারত-জাপান
Published on

টোকিওঃ ভারত ও প্ৰশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতার ভিত পাকাপোক্ত করতে ঐকমত্য প্ৰকাশ করেছে ভারত ও জাপান। জাপান সফররত ভারতের প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এবং জাপ প্ৰধানমন্ত্ৰী শিনঝো আবে বিদেশ ও প্ৰতিরক্ষা ক্ষেত্ৰে টু প্লাস টু আলোচনায় বসার ব্যাপারেও সহমত প্ৰকাশ করেছেন। সোমবার জাপানের ইয়ামানাশি শহরে উভয় নেতার মধ্যে একপ্ৰস্থ আলোচনাকালে এই সহমত ব্যক্ত করা হয়। টু প্লাস টু আলোচনায় জাপান ও ভারতের বিদেশ ও প্ৰতিরক্ষা মন্ত্ৰীরা আলোচনায় বসবেন। বিশ্ব শান্তি ও স্থিরতা বজায় রাখার লক্ষ্যেই উভয় দেশ টু-প্লাস-টু আলোচনায় মিলিত হওয়ার সিদ্ধান্ত নেয়। মোদি ও আবের মধ্যে দ্বিপাক্ষিক বার্ষিক শীর্ষ সম্মেলনের পর একটি ভিশন স্টেটমেন্ট ইস্যু করা হয়। ভারত-প্ৰশান্ত মহাসাগরীয় অঞ্চল অবাধ ও মুক্ত রাখতে উভয় প্ৰধানমন্ত্ৰী একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন বলে ভিশন স্টেটমেন্টে উল্লেখ করা হয়েছে। ‘ভারতের কিছু গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নে মোটা অঙ্কের ঋণ দিচ্ছে জাপান। ভারত ও জাপানের মধ্যে সহযোগিতা ছাড়া একুশশো শতাব্দী কখনোই এশিয়ান সেঞ্চুরি হিসেবে গণ্য হবে না’। শীর্ষ বৈঠকে মোদি আবেরর সঙ্গে এক যৌথ বিবৃতিতে সাংবাদিকদের একথা বলেন।

মোদি আরও বলেন,জাপানের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই আত্মিক এবং গভীর। গণতান্ত্ৰিক মূল্যবোধ,স্বাধীনতা এবং আইনি নীতি নিয়মের ফলেই এই সম্পর্ক মজবুত হয়েছে। জাপান ভারতের বিকাশে ২৫ বিলিয়্ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানান মোদি। জাপানের বিনিয়োগকারীরা ২.৫ বিলিয়ন মার্কিন ডলার ভারতে বিনিয়োগ করার কথা ঘোষণা করেছেন। স্বাস্থ্য,প্ৰতিরক্ষা,সাইবার স্পেস,সমুদ্ৰ ও মহাকাশ ইত্যাদি ক্ষেত্ৰে ডিজিটাল পার্টনারশিপে রাজি হয়েছে দুই দেশ। জাপানি বিনিয়োগের ফলে ভারতে প্ৰায় ৩০ হাজার কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে মোদি উল্লেখ করেন। ওদিকে জাপ প্ৰধানমন্ত্ৰী আবে বলেন,নৌশক্তির ক্ষেত্ৰেও উভয় দেশের মধ্যে সহযোগিতার পরিসর বৃদ্ধি করা হবে। এদিন উভয় দেশের মধ্যে সহযোগিতার সাতটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই অর্থের মোট পরিমাণ হচ্ছে ৩১৬.৪৮ বিলিয়ন ইয়েন। ঋণের অর্থ মুম্বই আহমেদাবাদ হাইস্পিড রেল,মেঘালয়ের উমিয়াম-উমত্ৰু স্টেজ থ্ৰি জলবিদ্যুৎ পাওয়ার স্টেশনের সংস্কার ও আধুনিকীকরণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্ৰকল্প খাতে ব্যবহার করা হবে বলে মোদি জানান। এদিন উভয় নেতার উপস্থিতিতে ৩২টি নথি বিনিময় করা হয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com