সাংবাদিক খাসোগি খুনের কিনারায় পৌঁছনো গেছে,দাবি সিআইএ-র

সাংবাদিক খাসোগি খুনের কিনারায় পৌঁছনো গেছে,দাবি সিআইএ-র
Published on

গুয়াহাটিঃ সৌদি আরবের অনুসন্ধানকারী সাংবাদিক জামাল খাসোগির বহু বিতর্কিত হত্যা রহস্যের কিনা হতে চলেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা(সিআইএ)অবশেষে এই সমাধানে এসেছে যে খাসোগির হত্যাকাণ্ডের আড়ালে থাকা মূল মাথা সৌদির ক্ষমতাশালী যুবরাজ মহম্মদ বিল সলমন।

সিআইএ-র পেশ করা এই রিপোর্ট সত্ত্বেও ওয়াশিংটন পোস্ট আরও একটি খবর ছেপেছে। এতে বলা হয়েছে সিআইএ-র হাতে খবর রয়েছে ১৫ জন সৌদি এজেন্ট সরকারি বিমানে ইস্তামবুল উড়ে গিয়েছিলেন এবং সৌদি দূতাবাসের মধ্যেই খাসোগিকে হত্যা করা হয়েছিল। এব্যাপারে সিআইএ-কে জিজ্ঞাসা করা হলে তারা এব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকার করে।

খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সিআইএ একটা সমাধানের পথে এগোলেও সৌদি আরব সিআইএ-র রিপোর্ট খারিজ করে দিয়েছে। গত ২ অক্টোবর ইস্তামবুলে সৌদি কনসুলেট ভবনে ঢোকার পর নিখোঁজ হন খাসোগি। এই হত্যাকাণ্ড সম্পর্কে সৌদি আরব ঘন ঘন মত পাল্টাচ্ছিল। প্ৰথম দিকে সৌদি আরব বলেছিল খাসোগি কোথায় আছেন তাদের তা জানা নেই। পরে ১৯ অক্টোবর সৌদি আরব খাসোগি নিহত হওয়ার কথা স্বীকার করে। হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ সলমনের জড়িত থাকার অভিযোগও উড়িয়ে দিয়েছিল দেশটি। কিন্তু তুরস্ক সহ আন্তর্জাতিক সম্প্ৰদায় সৌদি আরবের দাবি মেনে নেয়নি।

উল্লেখ্য,সাংবাদিক খাসোগি সৌদি সরকারের এবং বিশেষ করে সৌদি যুবরাজ সলমনের সংস্কার কর্মসূচির চরম বিরোধী ছিলেন। সৌদি সরকারের ভূমিকায় অসন্তুষ্ট খাসোগি স্বেচ্ছা নির্বাসনে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্ৰে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com