সাংসদ,বিধায়কদের বিরুদ্ধে ঝুলে থাকা ফৌজদারি মামলার বিস্তারিত তথ্য চাইল সুপ্ৰিমকোর্ট

সাংসদ,বিধায়কদের বিরুদ্ধে ঝুলে থাকা ফৌজদারি মামলার বিস্তারিত তথ্য চাইল সুপ্ৰিমকোর্ট

নয়াদিল্লিঃ সাংসদ এবং বিধায়কদের বিরুদ্ধে যে সব ফৌজদারি মামলা ঝুলছে তার বিস্তারিত তথ্য পেশ করতে সুপ্ৰিমকোর্ট বুধবার হাইকোর্টগুলির রেজিস্ট্ৰার জেনারেল(আরজিএস)সহ সব রাজ্যের মুখ্য সচিবদের নির্দেশ দিয়েছে। মামলাগুলির বিচারে ২০১৭ সালে কোর্টের নির্দেশ অনুযায়ী সেগুলি বিশেষ আদালতে স্থানান্তর করা হয়েছে কিনা নির্দেশে তাও জানতে চেয়েছে শীর্ষ আদালত।

বিচারপতি রঞ্জন গগৈ,বিচারপতি নবীন সিনহা এবং বিচারপতি কে এফ যোসেফকে নিয়ে গঠিত একটি বেঞ্চ শীর্ষ আদালতের নির্দেশ মেনে এব্যাপারে কোনও বিশেষ আদালত গঠন করা হয়েছে কিনা তার তথ্যও চেয়েছে। সর্বোচ্চ আদালত আরও জানতে চেয়েছে কী পরিমাণ মামলা বিচারের অপেক্ষা ঝুলছে। আইন প্ৰণেতাদের মধ্যে যারা ফৌজদারি মামলায় জড়িয়ে আছেন তাদের বিচারে অতিরিক্ত বিশেষ আদালত প্ৰয়োজন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com