Begin typing your search above and press return to search.

সাংসদ আদর্শ গ্ৰাম যোজনা প্ৰকল্প রূপায়ণে অসমের সাংসদদের পারফরম্যান্স হতাশাজনক

সাংসদ আদর্শ গ্ৰাম যোজনা প্ৰকল্প রূপায়ণে অসমের সাংসদদের পারফরম্যান্স হতাশাজনক

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  20 Aug 2018 11:31 AM GMT

গুয়াহাটিঃ যে কোনও নিম্নমুখী পারফরম্যান্স থেকে অসম কবে পরিত্ৰাণ পাবে? এবার সাংসদ আদর্শ গ্ৰাম যোজনা(এসএজিওয়াই)কর্মসূচি রূপায়ণেও রাজ্যের সাংসদরা আশানুরূপ নিদর্শন তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। আটটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের মধ্যে সাংসদ আদর্শ গ্ৰাম যোজনার কর্মসূচি রূপায়ণে অসমের সাংসদদের পারফরম্যান্স খুবই দুর্বল। এক্ষেত্ৰে উত্তর পূর্বের আট রাজ্যের মধ্যে অসমের স্থান ষষ্ঠ।

জাতীয় পর্যায়ে ২০১৮ সালের জুলাই অবধি সাংসদরা এসএজিওয়াই-র অধীনে ১,৪০২টি গ্ৰাম পঞ্চায়েত চিহ্নিত করেছেন। এপর্যন্ত হাতে নেওয়া ৫৮,৬১৯টি প্ৰকল্পের মধ্যে ১৮-র জুলাই পর্যন্ত ২৭,৫৪৯টি প্ৰকল্পের কাজ সম্পূর্ণ করা হয়েছে। জাতীয় পর্যায়ে প্ৰকল্পগুলির সাফল্যের হার ৪৭ শতাংশ। অসমের ২১ জন সাংসদের(লোকসভার ১৪ ও রাজ্যসভার ৭)এই সব প্ৰকল্প রূপায়ণের ক্ষেত্ৰে পারফরম্যান্স প্ৰায় তলানিতেই বলা যায়। জাতীয় পর্যায়ে এই সব প্ৰকল্প রূপায়ণে সাংসদদের সাফল্য যেখানে ৪৭ শতাংশ সেইক্ষেত্ৰে অসমের সাংসদদের পারফরম্যান্স মাত্ৰ ২১ শতাংশ। যারফলে উত্তরপূবের আট রাজ্যের মধ্যে অসমের স্থান ষষ্ঠে।

অসমে পরিকল্পিত প্ৰকল্পের সংখ্যা ছিল ২৪১৮। এরমধ্যে অসমের সাংসদরা ৫০৮টি প্ৰকল্প সম্পূর্ণ করেছেন। সেই হিসেবে প্ৰকল্প রূপায়ণে অসমের সাংসদদের সাফল্যের হার মাত্ৰ ২১ শতাংশ। অরুণাচল প্ৰদেশের সাফল্যের হার সর্বনিম্নে মাত্ৰ ১২.৯ শতাংশ। ১৫ শতাংশ সাফল্যের হার মণিপুরের। ৬৯.১৩ সাফল্যের হার নিয়ে সিকিম রয়েছে শীর্ষ স্থানে। এরপরই মিজোরামের স্থান। তাদের সাফল্যের হার ৬০.৩১ শতাংশ।

Next Story
সংবাদ শিরোনাম