গুয়াহাটিঃ জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)চূড়ান্ত খসড়া প্ৰকাশের জন্য হাতে গোনা আর মাত্ৰ ১২দিন। অথচ এরই মধ্যে সাইবার আক্ৰমণের মুখে পড়েছেন এনআরসি কর্তৃপক্ষ। গত সোমবার থেকে নাগরিক পঞ্জির সরকারি টুইটার হ্যান্ডেলে লক্ষ লক্ষ নেতিবাচক ও মিথ্যে মন্তব্য নজরে আসে কর্তৃপক্ষের। লক্ষ লক্ষ লোকের নাম বাদ দেওয়ার অভিযোগে এই সাইবার আক্ৰমণ চালায় ন্যস্ত স্বার্থান্বেষীরা। বিদেশ থেকে গাদায় গাদায় আসা প্ৰতিটি নেতিবাচক কমেন্টের জবাব দেওয়া সম্ভব নয় এনআরসি কর্তৃপক্ষের তরফে। ওই সব নিগেটিভ কমেন্টে এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলাকেও আক্ৰমণ করা হয়েছে। এই সড়যন্ত্ৰ সম্পর্কে এনআরসি কর্তৃপক্ষ পুলিশের দ্বারস্থ হয়েছেন।
Begin typing your search above and press return to search.