
গুয়াহাটিঃ ঘূর্ণিঝড় গাজা ধেয়ে আসা নিয়ে গত কদিন থেকে যে জল্পনা কল্পনা চলছিল,অবশেষে তা ভারতের দক্ষিণ প্ৰান্তে আছড়ে পড়তে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাগ অনু্যায়ী,বৃহস্পতিবার সন্ধ্যায় কুড্ডালোর ও পামবানের মধ্যে ঘূর্ণিঝড় গাজা আছড়ে পড়তে পারে। এরফলে তামিলনাডু ও পডুচেরিতে প্ৰবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিভাগের তরফে এই সতর্ক সংকেত জারি করার প্ৰেক্ষিতে তামিলনাডু এবং পডুচেরি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে স্কুল,কলেজ ইত্যাদি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
ভারতীয় আবহাওয়া বিভাগের তরফে প্ৰকাশিত এক বুলেটিনে বলা হয়েছে,সামুদ্ৰিক ঘূর্ণিঝড় গাজা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে পশ্চিম-দক্ষিণ মুখে ধেয়ে আসছে।
ওই বুলেটিনে আরও উল্লেখ করা হয়েছে,ঘূর্ণিঝড় পশ্চিম-দক্ষিণ মুখে ধেয়ে আসার সময় এর গতি আরও বৃদ্ধি পাবে। এরফলে আগামি ১২ ঘণ্টার মধ্যে দক্ষিণ ভারতের ওই অঞ্চলগুলিতে প্ৰবল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। পামবান ও কুড্ডালোরের মধ্যে তামিলনাডুর উপকূলীয় অঞ্চল অতিক্ৰম করার পর ঝড়ের গতি ক্ৰমশ ঝিমিয়ে আসবে। আজ সন্ধ্যায় তামিলনাডুর উপকূলীয় অঞ্চলগুলিতে বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। এমনকি কোথাও কোথাও ঝড়ের গতি প্ৰতি ঘণ্টায় ১০০ কিলোমিটারও হওয়ার সম্ভাবনা রয়েছে।