Begin typing your search above and press return to search.

সারা দেশে ট্ৰেনের এসি কামরা থেকে ২১ লক্ষেরও বেশি তোয়ালে,বিছনার চাদর,কম্বল উধাও

সারা দেশে ট্ৰেনের এসি কামরা থেকে ২১ লক্ষেরও বেশি তোয়ালে,বিছনার চাদর,কম্বল উধাও

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  16 Nov 2018 10:11 AM GMT

নয়াদিল্লিঃ ২০১৭-১৮ সালে সারা দেশে বিভিন্ন ট্ৰেনের এসি কামরা থেকে ২১ লক্ষেরও বেশি তোয়ালে,বিছনার চাদর,কম্বল এবং অন্যান্য সামগ্ৰী খোয়া গেছে। এই ঘটনার জন্য এসি কামরার একাংশ যাত্ৰীই প্ৰধান অভিযুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। ২১,৭২,২৪৬টি খোয়া যাওয়া বিছানার সামগ্ৰীর মধ্যে রয়েছে ১২,৮৩,৪১৫টি হাত মোছার তোয়ালে,৪,৭১,০৭৭টি বিছানার চাদর এবং ৩,১৪,৯৫২টি বালিশের কভার।এছাড়াও,এই সময়কালে ৫৬,২৮৭টি বালিশ এবং ৪৬,৫১৫টি কম্বল এসি কামরা থেকে খোয়া যাওয়ার তথ্য রয়েছে রেলের হাতে।

‘খোয়া যাওয়া সামগ্ৰীগুলির মোট মূল্য আনুমানিক ১৪ কোটি টাকার মতো হবে। রেলের একজন বরিষ্ঠ আধিকারিক আইএএনএসকে একথা জানিয়ছেন। রেলের টয়লেট থেকে মগ,জলের ফ্লাশ পাইপ এবং আয়না ইত্যাদি চুরি যাওয়ার ঘটনা আখছার ঘটছে। এধরনের ঘটনা প্ৰতিহত করা রেলের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উঁচু ক্লাসের যাত্ৰীদের উন্নত সু্যোগ সুবিধা দেওয়ার জন্য রেল যখন লাগাতার চেষ্টা করছে সেসময় এজাতীয় ঘটনা রেলের কাছে মাথাব্যথার কারণ হয়ে উঠেছে।

বর্তমানে রেল প্ৰতিদিনই ৩.৯ লক্ষ সেট বিছানার সামগ্ৰী জোগান দিচ্ছে। এরমধ্যে এসি কামরার প্ৰত্যেক যাত্ৰীর জন্য দেওয়া হচ্ছে দুটো বিছানার চাদর,একটি তোয়ালে,একটি বালিশ এবং একটি কম্বল। খোয়া যাওয়া সামগ্ৰীর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে তোয়ালে এবং এরপরই হলো বিছানার চাদর। এই সব ঘটনার পরিপ্ৰেক্ষিতে রেল সিদ্ধান্ত নিয়েছে যে মুখ মোছার জন্য যে তোয়ালেগুলি এসি কামরার যাত্ৰীদের এতদিন দেওয়া হয়েছে সেগুলির জায়গায় এখন থেকে সস্তা,ছোট তোয়ালে দেওয়ার,যেগুলি ব্যবহারের পর ফেলে দেওয়া যাবে-বলেন আধিকারিকটি। রেল বর্তমানে কম্বলের কভার পাল্টানোর কাজ শুরু করেছে।

Next Story
সংবাদ শিরোনাম