গুয়াহাটিঃ সিকিমে দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ(থেংটানেল)বৃহস্পতিবার রাষ্ট্ৰের উদ্দেশে উৎসর্গ করলেন ভারত সরকারের রক্ষা রাজ্যমন্ত্ৰী ড. সুভাষ রামরাও ভামরে। ৫৭৮ কিমি দীর্ঘ এই সড়ক সুড়ঙ্গ নির্মাণে ব্যয় হয়েছে ৪৫.২ কোটি টাকা।