Begin typing your search above and press return to search.

সিজেআই গগৈর বিরুদ্ধে ষড়যন্ত্ৰের অভিযোগের তদন্ত করবেন প্ৰাক্তন বিচারপতি

সিজেআই গগৈর বিরুদ্ধে ষড়যন্ত্ৰের অভিযোগের তদন্ত করবেন প্ৰাক্তন বিচারপতি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  27 April 2019 11:16 AM GMT

নয়াদিল্লিঃ মুখ্য বিচারপতি রঞ্জন গগৈর বিরুদ্ধে ষড়যন্ত্ৰের অভি্যোগ নিয়ে সুপ্ৰিমকোর্ট বৃহস্পতিবার তদন্তের নির্দেশ দিয়েছে। একজন মহিলা গগৈর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। শীর্ষ আদালতের প্ৰাক্তন বিচারপতি একে পাটনায়কের ওপর দেওয়া হয়েছে তদন্তের দায়িত্ব। একইসঙ্গে সর্বোচ্চ আদালত দিল্লির পুলিশ কমিশনার ছাড়াও সিবিআই ডিরেক্টর এবং ইনটেলিজ্যান্স ব্যুরোকে(আইবি)প্ৰয়োজনে বিচারপতি পাটনায়ককে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। আইনজীবী উৎসব বেইনের হলফনাম দাখিলের পর ইস্যুটি নিয়ে শুনানিকালে কোর্ট ওই নির্দেশ জারি করে।

কোর্টের একজন প্ৰাক্তন মহিলা কর্মী মুখ্য বিচারপতি রঞ্জন গগৈর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভি্যোগ আনার পর বেইন এর পেছনে ষড়যন্ত্ৰের অভিযোগ এনেছিলেন।

বিচারপতি পাটনায়ককে তদন্ত শেষ করার পর সুপ্ৰিমকোর্টের বেঞ্চে বন্ধ খামে রিপোর্ট দাখিল করতে হবে-বলেছে আদালত। কোর্ট আরও বলেছে,পাটনায়ক তাঁর রিপোর্ট দাখিল করার পরই মামলাটি তালিকাভুক্ত করা হবে। বেঞ্চ বলেছে,পাটনায়ক তদন্ত চালানোর সময় সুপ্ৰিম কোর্টের কাজকর্ম যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয় সেদিকেও লক্ষ্য রাখা চাই।

বিচারপতি পাটনায়কের ওপর তদন্তের নির্দেশ দেওয়ার সময় কোর্ট বলেছে,আইনজীবী বেইনস সমস্ত নথিপত্ৰ প্ৰকাশ করতে বাধ্য। এরআগে বেইনস দাবি করেছিলেন যে তাঁর কাছে সংবেদনশীল কিছু তথ্য রয়েছে যা প্ৰকাশ করা যাবে না। কোর্টের ওই নির্দেশের পর বরিষ্ঠ আইনজীবী ইন্দিরা জয়সিং সাংবাদিকদের বলেন,মুখ্য বিচারপতি হলেও আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং সেইহেতু যৌন নিপীড়নের অভিযোটির একটা হেস্তনেস্ত না হওয়া পর্যন্ত গগৈ-এর সমস্ত প্ৰশাসনিক ও বিচারবিভাগীয় কাজ স্থগিত রাখা উচিত।

Next Story
সংবাদ শিরোনাম