নয়াদিল্লিঃ ২০১৯-এর লোকসভা নির্বাচন মাথায় রেখে জোট গড়ার ব্যাপারে দল সভাপতি রাহুল গান্ধীকেই দায়িত্ব দিয়েছে কংগ্ৰেস কর্মসমিতি(সিডব্লিইসি)। নির্বাচনের আগে নির্বাচন পরবর্তী জোট গঠনের যাবতীয় দায়িত্ব বর্তেছে রাহুলের কাঁধে। দল বলেছে,মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করার প্ৰচারে রাহুলই হছেন দলের প্ৰধানমুখ ও প্ৰধানমন্ত্ৰিত্বের পদপ্ৰার্থী। রবিবার সিডব্লিউসি-র এই বৈঠকে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী মোদি সরকারকে একহাত নেন। একই সুর ছিল রাহুলের বক্তব্যেও। প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিংও বৈঠকে উপস্থিত ছিলেন। সোনিয়া বলেন,মোদির জমানায় দেশের গরিবরা হতাশ হয়ে পড়েছেন। তাই কংগ্ৰেসকেই দিশা দেখাতে হবে। কংগ্ৰেস নেতা রণদীপ সুরজেওয়ালা সাংবাদিকদের বলেন,বিজেপিকে হারাতেই দল বৃহত্তর জোট গড়ার সিদ্ধান্ত নিয়েছে।
Begin typing your search above and press return to search.