সিপিআই নেতা দ্ৰুপদ বরগোঁহাইর জীবনাবসান

যোরহাটঃ প্ৰবীণ সিপিআই নেতা এবং রাজ্যসভার প্ৰাক্তন সাংসদ ও শিবসাগরের প্ৰাক্তন বিধায়ক দ্ৰুপদ বরগোঁহাই বুধবার ডিব্ৰুগড়ের একটি বেসরকারি নার্সিং হোমে মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। রাজ্যপাল জগদীশ মুখি,মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,অগপ সভাপতি অতুল বরা,প্ৰদেশ কংগ্ৰেস প্ৰধান রিপুন বরা,বিরোধী দলনেতা দেবব্ৰত শইকিয়া তাঁর মৃত্যুতে শোক প্ৰকাশ করেন। সিপিআই ও সিপিএম দলের তরফেও ব্যক্ত করা হয় শোক।
বরগোঁহাই ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্ৰী অমিয় বরগোঁহাই এবং বেশকিছু আত্মীয় স্বজন রেখে গেছেন। ডিব্ৰুগড় থেকে তাঁর মরদেহ শিবসাগরে নিয়ে আসার পর জনগণ সিপিআই-র সদর কার্যালয়ে গিয়ে তাঁর প্ৰতি শেষ শ্ৰদ্ধা জানান। পরে মরদেহ নাজিরার মাদুরিতে নেওয়ার পর ওখানে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
১৯৪১ সালের ৭ নভেম্বর দ্ৰুপদ বরগোঁহাইর জন্ম হয়েছিল। পেশায় একজন শিক্ষক ছিলেন তিনি। ১৯৬০-১৯৬১ মাদুরি মিডল ভার্নাকুলার স্কুলে কাজ করেছেন। এরপর চকিমুখ মিডল ইংলিশ স্কুল ও পরে ১৯৬৩-৮২ সাল পর্যন্ত নাজিরা হায়ার সেকেন্ডারি মাল্টিপারপাস স্কুলে কাজ করছেন।
১৯৬৩ সালের এপ্ৰিল থেকে ২০০৪-এর এপ্ৰিল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন বরগোঁহাই। ২০০৪ সালে যোরহাট লোকসভা আসনে লড়ে দ্বিতীয় স্থান পেয়েছিলেন তিনি। ২০০৬-এ অসম বিধানসভা নির্বাচনে নাজিরা কেন্দ্ৰ থেকে লড়ে জয়ী হয়েছিলেন। সেবার তিনি হারিয়েছিলেন কংগ্ৰেস প্ৰার্থী হেমপ্ৰভা শইকিয়াকে। ২০০৯-এ ফের যোরহাট লোকসভা কেন্দ্ৰে লড়ে হেরেছিলেন। ২০১১ সালে ফের নাজিরা বিধানসভা কেন্দ্ৰে লড়ে কংগ্ৰেসের দেবব্ৰত শইকিয়ার হার মানতে হয়েছিল তাঁকে।