গুয়াহাটিঃ সিবিএসই-র দশম শ্ৰেণিতে এবার ৮ উত্তরপুবের রাজ্য থেকে পাশ করেছে ৬২.২৯ শতাংশ। সিকিম সহ ৮ রাজ্য গুয়াহাটি জোনে পড়ে। সাউথে অর্থাৎ তিরুবনন্তপুরম জোনে পাশের হার ৯৯.৬০%,যা সত্যিই চমকপ্ৰদ। উত্তরপুবের বাইরে বিশেষ করে দক্ষিণ কতটা এগিয়ে,পরীক্ষার এই ফল তা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়।
সিবিএসইঃ ‘দক্ষিণের সঙ্গে পাল্লা দিতে উত্তর পুবকে অনেক পথ পাড়ি দিতে হবে’

Next Story