
হরিয়ানায় সিবিএসই পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারীকে গণধর্ষণের ঘটনায় তুমুল আলোড়নের সৃষ্টি হয়। এই অমানবিক ঘটনার পরিপ্ৰেক্ষিতে হরিয়ানার রেওয়ারির ২৫টি গ্ৰামের “মহাপঞ্চায়েত” ঘোষণা করেছে,কোনও আইনজীবী যেন ধর্ষণকারীদের কাউকে সাহায্যের জন্য এগিয়ে না আসেন। মহাপঞ্চায়েত বলেছে,এই ইস্যুটি সম্পর্কে হরিয়ানার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যের কাছে একটি লিখিত চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে মহাপঞ্চায়েত তাদের মতামত স্পষ্ট করে জানিয়েছে এবং সরকারকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির পদক্ষেপ নিতে অনুরোধ করেছে।
শুধু মহাপঞ্চায়েতই নয়,হরিয়ানার মুখ্যমন্ত্ৰী মনোহরলাল খাট্টার একধাপ এগিয়ে কট্টর ভাষায় সতর্ক করে দিয়েছেন পলাতক দুই ধর্ষককে কেউ সাহায্যের হাত বাড়াতে দেখা গেলে সাহায্যকারীদেরও কঠোর সাজা দেওয়া হবে।
এরআগে সিবিএসই-র শীর্ষ স্থানাধিকারী মেয়েটিকে তিন ব্যক্তি নেশাজাতীয় সামগ্ৰী খাইয়ে যৌন নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন সেনা কর্মীও আছে। মুখ্যমন্ত্ৰী বলেন,‘এই মামলায় কঠোর পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় অভিযুক্ত অন্য দুজনকে শীঘ্ৰই গ্ৰেপ্তার করা হবে। অভিযুক্ত পাষণ্ডদের কোনওভাবে আশ্ৰয় না দিতে জনগণের কাছে আর্জি জানানো হয়েছে। ‘যদি কেউ অভিযুক্তদের আশ্ৰয় দেন তাহলে তাদের বিরুদ্ধে আইন অনু্যায়ী কট্টর শাস্তির ব্যবস্থা করা হবে’।
অভিযুক্তদের একজন নিশুকে রবিবার গ্ৰেপ্তার করা হয়েছে। তবে পঙ্কজ নামের এক সেনা কর্মী সহ বাকি দুই অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। পঙ্কজ এতদিন ছুটিতে ছিল। আশা করা হচ্ছে আগামি শনিবার পর্যন্ত সে ফের কাজে যোগ দিতে পারে। তৃতীয় অভিযুক্ত মনীষের কোনও হদিশ এখনও খুঁজে পাওয়া যায়নি।