Begin typing your search above and press return to search.
সিলেশিয়ান ওপেনে সোনা জিতলেন ম্যারিকম,রুপো মনীষার

গ্লিউচঃ পোল্যান্ডের গ্লিউচে মহিলাদের ১৩তম সিলেশিয়ান ওপেন বক্সিং টুর্নামেন্টে ভারতের এম সি ম্যারিকম(৪৮কেজি)বিভাগে সোনা জিতেছেন। এই নিয়ে এবছর তিনটি সোনা জিতলেন ম্যারিকম। ওদিকে ৫৪ কেজি বিভাগে রুপো জিতেছেন মনীষা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যারিকম চোটাঘাতের জন্য এশিয়ান গেমসে অংশ নিতে পারেননি। তবে এবার রিঙে ফিরে ম্যারিকম শনিবার কাজাখস্থানের আইজেরিন কাসানায়েভাকে ৫-০ হারিয়ে সোনা জেতেন। এর আগে এবছর দিল্লিতে ইন্ডিয়া ওপেন এবং গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জেতেন তিনি। বুলগোরিয়ায় মর্যাদাসম্পন্ন স্ট্ৰ্যান্ডজা মেমোরিয়াল টুর্নামেন্টে রুপো জিতেছিলেন ম্যারিকম। ওদিকে ৫৪ কেজি বিভাগে রুপো জয়ী মনীষা ইউক্ৰেনের প্ৰতিদ্বন্দ্বী ইভানা ক্ৰুপেনিয়ার কাছে ২-৩ পিছিয়ে যাওয়ায় রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। মনীষা যথেষ্ট আক্ৰমণাত্মক খেলেও ক্ৰুপোনিয়াকে টপকাতে পারেননি।
Next Story