Begin typing your search above and press return to search.
সীমান্তে ওএফসি স্থাপন করবে কেন্দ্ৰঃ প্ৰতিরক্ষামন্ত্ৰী

ইটানগরঃ কেন্দ্ৰীয় প্ৰতিরক্ষামন্ত্ৰী নির্মলা সীতারমন মঙ্গলবার বলেন,রাজ্যের সব সীমান্ত এলাকায় অপটিক্যাল ফাইবার ক্যাবল(ওএফসি)বসানোর ছক করছে কেন্দ্ৰ। প্ৰতিরক্ষা কর্মী এবং নাগরিকদের মধ্যে যোগযোগ সমস্যার সুরাহায় এই ব্যবস্থা চালু করা হবে। ইটানগরে তিনি বলেন শীঘ্ৰই ওএফসি-র কাজ শুরু হবে।
Next Story