সীমান্তে সিলে অনেক কিছুই করণীয় রয়েছেঃ আসু

গুয়াহাটিঃ ‘এটা পর্যাপ্ত কিছু নয়। বাংলাদেশ ঘেঁষা আন্তর্জাতিক সীমান্ত পুরোপুরি সিল করতে আর অনেক কিছুই করণীয় রয়েছে’। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং মঙ্গলবার ধুবড়ি জেলার বাংলাদেশ লাগোয়া নদী অববাহিকা অঞ্চলে স্মার্ট ফেন্সিং প্ৰকল্পের উদ্বোধন করার পর সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)এভাবেই তাদের প্ৰথম প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করলো।
সীমান্তের নদী অববাহিকা এলাকায় বোল্ড কিউআইটি প্ৰকল্পের উদ্বোধন সম্পর্কে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে আসুর সভাপতি সীপাঙ্ক কুমার নাথ বলেন,‘স্বরাষ্ট্ৰমন্ত্ৰক,দিশপুর ও আসুর মধ্যে ত্ৰিপাক্ষিক বৈঠকের সময় আমরা কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছিলাম। কেন্দ্ৰীয় মন্ত্ৰকটি ওই সব পদক্ষেপ বাস্তবায়িত করার ব্যাপারে সম্মতিও জানিয়েছিল। কিন্তু আজ অবধি ওই সব ব্যবস্থা বাস্তবায়িত করা হয়নি’। আসু যে সব পদক্ষেপ গ্ৰহণের সুপারিশ করেছিল যে সম্পর্কে কিছুটা আলোকপাত করে নাথ বলেন,বাংলাদেশ সীমান্তে ইলেকট্ৰিক ফেন্সিঙের ব্যবস্থা করতে আমরা সুপারিশ করেছিলাম,যেমনটা রয়েছে পাকিস্তান লাগোয়া দেশের পশ্চিম সীমান্তে। ‘বাংলাদেশ ঘেঁষা পুরো সীমান্ত জুড়ে ফ্লাড লাইটের ব্যবস্থা করারও সুপারিশ করা হয়েছিল আসুর তরফ থেকে। সীমান্ত পাহারায় বিএসএফ-এর পাশাপাশি দ্বিতীয় লাইনে অসম পুলিশ মোতায়নের দাবি করেছিল আসু। সীমান্তের ওপার থেকে যেকোনও ধরনের অবৈধ অনুপ্ৰবেশকারীকে দেখা মাত্ৰ গুলির নির্দেশ দেওয়ার সুপারিশ করেছিল ছাত্ৰ সংস্থ। কিন্তু এগুলি আজ অবধি বাস্তবায়িত হয়নি’।
নদী তীরবর্তী সীমান্ত এলাকা সম্পর্কে আসু নেতা বলেন,আমরা ওই এলাকাগুলিতে ভাসমান আউটপোস্টের ব্যবস্থা করারও সুপারিশ করেছি। বিশেষ করে বর্ষার মরশুমে সীমান্তের ওপার থেকে কেউ যাতে অবৈধভাবে এপারে অনুপ্ৰবেশ করতে না পারে তার জন্যই এই ব্যবস্থা গ্ৰহণের সুপারিশ করা হয়েছিল। কিন্তু এগুলির রূপায়ণ আজ অবধি ঝুলিয়ে রাখা হয়েছে।