সুপ্ৰিমকোর্টের নতুন বিচারপতি হিসেবে শপথ নিলেন চার জন

সুপ্ৰিমকোর্টের নতুন বিচারপতি হিসেবে শপথ নিলেন চার জন
Published on

গুয়াহাটিঃ সুপ্ৰিমকোর্টে ৪ জন নতুন বিচারপতি শুক্ৰবার শপথ নিলেন। নতুন চার জনের শপথ গ্ৰহণের ফলে দেশের শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৮ জনে দাঁড়ালো। সুপ্ৰিমকোর্টে বিচারপতির ৩১টি পদ মঞ্জুর করা আছে। সেই হিসেবে বিচারপতির ৩টি আসন এখনও ফাঁকা।

যে চার জন নতুন হিসেবে যোগ দিলেন তাঁরা হচ্ছেন বিচারপতি হেমন্ত গুপ্তা,আর সুভাষ রেড্ডি,এম আর শাহ এবং অজয় রাস্তোগি। মুখ্য বিচারপতি রঞ্জন গগৈর পৌরোহিত্যে শীর্ষ আদালতের ১নং কোর্টে বেলা ১০-৩০ মিনিটে শপথগ্ৰহণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

এরআগে রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ ওই চার জন বিচারপতিকে সুপ্ৰিমকোর্টের বিচারপতি হিসেবে পদোন্নতি দেওয়ার বিষয়টি অনুমোদন করেন। এই চারজনই দেশের বিভিন্ন হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে কাজ করেছেন। এখন তাঁরা দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে স্বীকৃতি পেলেন।

এই চার জনের মধ্যে হেমন্ত গুপ্তা মধ্যপ্ৰদেশ হাইকোর্টের প্ৰধান বিচারপতি ছিলেন। বিচারপতি আর সুভাষ রেড্ডি গুজরাট হাইকোর্টের প্ৰধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। এম আর শাহ পাটনা হাইকোর্ট ও অজয় রাস্তোগি ত্ৰিপুরা হাইকোর্টের প্ৰধান বিচারপতি ছিলেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com