সুপ্ৰিমকোর্টের নতুন মুখ্য বিচারপতি হিসেবে রঞ্জন গগৈকে নিয়োগ করলেন রাষ্ট্ৰপতি

সুপ্ৰিমকোর্টের নতুন মুখ্য বিচারপতি হিসেবে রঞ্জন গগৈকে নিয়োগ করলেন রাষ্ট্ৰপতি
Published on

নয়াদিল্লিঃ ভারতের রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ বৃহস্পতিবার বিচারপতি রঞ্জন গগৈকে সুপ্ৰিমকোর্টের মুখ্য বিচারপতি(সিজেআই)হিসেবে নিয়োগ করেছেন। দেশে বিচার বিভাগের শীর্ষ পদে গগৈই হচ্ছেন উত্তর পূর্বাঞ্চলের প্ৰথম ব্যক্তি। গগৈ দেশের ৪৬তম মুখ্য বিচারপতি হচ্ছেন। আগামি ৩ অক্টোবর নতুন দায়িত্বে শপথ নেবেন,বর্তমান মুখ্য বিচারপতি দীপক মিশ্ৰর অবসর গ্ৰহণের ঠিক একদিন পর। নতুন বিচারপতি অসমের জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি)সহ বেশকিছু গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। ২০১৯-এর ১৭ নভেম্বর অবধি ভারতের মুখ্য বিচারপতির দায়িত্বে বহাল থাকবেন গগৈ।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com