নয়াদিল্লিঃ ভারতের মুখ্য বিচারপতি দীপক মিশ্ৰ তাঁর উত্তরসুরি হিসেবে বিচারপতি রঞ্জন গগৈকে নিয়োগ করার সুপারিশ করে মঙ্গলবার কেন্দ্ৰীয় সরকারের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। মুখ্য বিচারপতি চিঠিতে লিখেছেন সর্বোচ্চ আদালতে সিনিওরিটির দিক থেকে তাঁর পরেই রয়েছেন গগৈ। বিদায়ী প্ৰধান বিচারপতি অবসর নেবার ৩০ দিন আগেই তাঁর উত্তরসুরি হিসেবে রঞ্জন গগৈর নাম সুপারিশ করেন।
সুপ্ৰিমকোর্টের বিচারপতি তাঁর উত্তরসুরি হিসেবে রঞ্জন গগৈর নাম সুপারিশ করলেন

Next Story