Begin typing your search above and press return to search.
সুস্মিতার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগে শিলচরে গ্ৰেপ্তার ১

কং সাংসদ সুস্মিতা দেবের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর মন্তব্য পোস্ট করার অভিযোগে শিলচরের তুলাপট্টির রাজা সুর নামে এক ব্যক্তিকে পুলিশ গ্ৰেপ্তার করেছে। শিলচরে সদর থানায় কংগ্ৰেসিদের দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে পুলিশ রাজাকে গ্ৰেপ্তার করে।উল্লেখ্য,মহিলা বিল পাস করার দাবিতে সুস্মিতা দিল্লিতে একটি প্ৰতিবাদ সভা করেন। শিলচর যুব কংগ্ৰেসের একজন কর্মী প্ৰতিবাদ সমাবেশের ফুটেজ ফেসবুকে পোস্ট করলে ওই ভিডিও শেয়ার করে অভিযুক্ত ব্যক্তিটি অপরাধজনক মন্তব্য করায় তা ভারতীয় জাতীয় কংগ্ৰেস সদস্যদের প্ৰবলভাবে আঘাত করে।
Next Story